বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গেস্ট বলে কথা...

ক্রীড়া প্রতিবেদক

ফাইনাল ম্যাচ শুরু হওয়ার তখনো মিনিট তিরিশেক বাকি। শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে দর্শকের প্রচণ্ড ভিড়। দর্শকের চাপ সামলাতে গেটে থাকা আনসার বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন। এমন সময় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে গেট দিয়ে ঢুকছিলেন বেশ কয়েকজন দর্শক। তাদেরকে আটকে টিকিট চাওয়া হলে সঙ্গে থাকা ওই পুলিশ কর্মকর্তা জানান, ‘টিকিট নেই, ওরা গেস্ট’। আনসার সদস্য নিরুপায় হয়ে তাকিয়ে থাকলেন, আর পুলিশ কর্মকর্তা তার গেস্টদের নিয়ে চলে গেলেন স্টেডিয়ামে। শুধু এক নম্বর গেটে নয়, শেরেবাংলা স্টেডিয়ামের প্রত্যেক গেট দিয়েই গতকাল এভাবে ঢোকানো হয়েছে গেস্টদের। কাল স্টেডিয়ামে একটা বড় অংশ দখল করে ছিলেন এই গেস্টরা। এ কারণেই টিকিট কেটেও অনেক দর্শককে দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে, আর গেস্টরা আরামে দর্শকের চেয়ারে বসে খেলা দেখেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক আনসার সদস্য জানান, ‘দায়িত্বে থাকা নিরাপত্তাবাহিনীর অনেক কর্মকর্তা এক টিকিট দিয়ে বেশ কয়েকজন গেস্ট ঢোকান স্টেডিয়ামে। পরে সেই টিকিটও আর ছিঁড়তে দেন না। এভাবে পর্যায়ক্রমে ওই এক টিকিট দিয়ে দফায় দফায় গেস্ট ঢুকে পড়ে স্টেডিয়ামে। আমাদের কিছুই করার থাকে না।’

এ সম্পর্কে বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব আই এইচ মল্লিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টা আমি জানি না। তবে খোঁজ নিচ্ছি এখনই।’

আর মিরপুরে টিকিট কালোবাজারির ঘটনা তো নতুন কিছু নয়। কিন্তু গতকাল প্রকাশ্যে তারা নির্ধারিত মূল্যের ৫-৬ গুণ দামে টিকিট বিক্রি করেছেন। কালোবাজারে টিকিট বিক্রি যেন এখন রীতিমতো নিয়মে পরিণত হয়ে গেছে। যাত্রাবাড়ী থেকে ফাইনাল দেখতে আসা দর্শক রোমান বলেন, ‘আমি মাশরাফির ভক্ত। তাই খেলা দেখতে এসেছি। তবে গ্যালারির ৩০০ টাকা টিকিট কিনতে হয়েছে ১৫০০ টাকায়। আমি মাশরাফির খেলা মিস করি না। আমার টিকিট পেতেও সমস্যা হয় না। এখানে আসলে কালোবাজারে সহজেই টিকিট পাওয়া যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর