বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

উৎসবে ভাসছে কুমিল্লা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বিপিএলে বরিশাল বুলসকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস শিরোপা জয় করেছে। এনিয়ে কুমিল্লা নগর, গ্রাম, অলি-গলি, পাড়া-মহল্লার ঘরে বাইরে চলছে আনন্দ উৎসব। নগরীতে মঙ্গলবার রাতভর নির্ঘুম উল্লাস করেছে কুমিল্লার ক্রীড়ামোদীরা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পুরো নগরী নীরব হয়ে গিয়েছিল। বিপিএলে কুমিল্লা ফাইনাল খেলবে- তাই সবাই বসে পড়েন টিভি সেটের সামনে। রাত তখন সাড়ে ১০টা। চারদিক প্রকম্পিত করে বিজয় উল্লাস শুরু হয়ে যায় চারদিকে। হাঁটা মিছিল, দৌড় মিছিল, মোটর বাইক কিংবা পিকাপ ভ্যান মিছিল। মিছিলের নগরী হয়ে যায় কুমিল্লা। নগরীর প্রাণকেন্দ্র কান্দির পাড় পরিণত হয় জনসমুদ্রে। এমন জয়ে ঘরে ছিল না কেউ। ছেলে-বুড়ো সবাই চলে আসে রাস্তায়। নারীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে মিছিল উপভোগ করেন। থেমে থেমে ভেসে আসছিল আতশবাজির শব্দ। উৎসব উদযাপনে রাতভর জেগেছিল কুমিল্লা। নগরী, উপজেলা সদর ও গ্রামে ব্যক্তি এবং বিভিন্ন ক্লাবের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখানো হয়। কুমিল্লা চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লা জুড়ে এখনও উৎসবের আমেজ বিরাজ করছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর