বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিরোপার সন্ধানে বার্সা

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি দাবি করেছেন, যে কোনো সময়ের তুলনায় বার্সা এখন সেরা ফর্মে রয়েছে। এই বক্তব্যের পেছনে মেসির যুক্তি যাই থাক, বাস্তবতা হচ্ছে পেপ গার্ডিওলার বার্সেলোনা শিরোপা সংখ্যা  এখনো সর্বকালের সেরা। লুইস এনরিকে পেপ গার্ডিওলার পাশে স্থান নিতে পারবেন কি না তা ভবিষ্যৎই বলতে পারে। তবে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে এক ধাপ এগিয়ে যেতে পারেন এনরিকে। আজ বার্সেলোনা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এশিয়ান চ্যাম্পিয়ন চীনা ক্লাব গুয়াংজুর মুখোমুখি হচ্ছে। জিতলেই ফাইনাল। সেখানে কাতালানদের দেখা হতে পারে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সঙ্গে। মেসিরা এবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতলে কেবল লুইস এনরিকেরই নয়, রেকর্ড হবে বার্সেলোনারও। এর আগে বার্সেলোনা (২০০৯ ও ২০১১) এবং ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানস (২০০০ ও ২০১২) দুবার করে ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেছে। এবার কাতালানরা জিতলে সর্বোচ্চ শিরোপার অধিকারী হবে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর