শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ম্যাককালামের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ম্যাককালামের বিশ্ব রেকর্ড

অভিষেকের পর থেকে টানা ৯৯ টেস্ট ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম —ক্রিকইনফো

ব্রেন্ডন ম্যাককালাম একজন মারকাটারি ব্যাটসম্যান হিসেবেই ক্রিকেটবিশ্বে পরিচিত। ২০০৪ সালের ১০ মার্চ হ্যামিল্টনে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ব্রেন্ডন ম্যাককালামের। এরপর থেকে গত এক যুগে কখনো দল থেকে বাদ পড়েননি তিনি। এমনকি ইনজুরিও কাবু করতে পারেনি তাকে। এরই মধ্যে ৯৯টি ম্যাচ খেলে টানা টেস্ট খেলার রেকর্ড গড়েছেন। ছাড়িয়ে গেছেন এ বি ডি ভিলিয়ার্সকে। দক্ষিণ আফ্রিকান ডি ভিলিয়ার্স অভিষেকের পর থেকে টানা ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। গতকাল হ্যামিল্টনের সিডন পার্কে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর মাত্র একটি টেস্ট খেললেই একমাত্র ক্রিকেটার হিসেবে টানা ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। ডি ভিলিয়ার্সের সামনেও এমন সেঞ্চুরি করার সুযোগ ছিল। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল মারকুটে এ ব্যাটসম্যানের। ওই দুটি ম্যাচ খেললেই তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টানা ১০০ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়তেন।

সর্বশেষ খবর