শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় হকি ফেডারেশনের সহ-সভাপতি মিলু নিহত

ক্রীড়া প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় হকি ফেডারেশনের সহ-সভাপতি মিলু নিহত

মৃত্যু কখন আসে বলা যায় না। সুস্থ ছিলেন অথচ হঠাত্ করেই না-ফেরার দেশে চলে গেলেন দেশের হকির সুপরিচিত মুখ মির্জা ফরিদ আহমেদ মিলু। হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয় দিবস হকির ফাইনাল। ম্যাচ দেখতেই মিলু স্টেডিয়ামে আসছিলেন। এ টুর্নামেন্টের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। দুপুরে উত্তরায় রাস্তা পার হওয়ার সময় বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় মিলুকে নেওয়া হয় এ্যাপোলো হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২। মিলুর মৃত্যু সংবাদে হকি ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মিলু পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছিলেন। পাকিস্তান আমলে ন্যাশনাল ব্যাংকের পক্ষে প্রথম বিভাগ লিগে অংশ নেন। স্বাধীনতার পর তিনি সোনালী ব্যাংকের সঙ্গে জড়িত ছিলেন। খেলা ছেড়ে দিলেও হকির মায়া ছাড়তে পারেননি। ফেডারেশনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ১৯৭৮ এশিয়াডে জাতীয় দলের সহকারী ম্যানেজার ও ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ থেকে ’৮৮ সাল পর্যন্ত মিলু হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ছাড়াও হকি আম্পায়ার্স বোর্ডের চেয়ারম্যান ছিলেন মিলু। হকির যে কোনো কাজে মিলু ছিলেন নিবেদিতপ্রাণ। শত ব্যস্ততা থাকলেও হকির যে কোনো সমস্যা সমাধানে মিলুকে পাওয়া যেত। তার মৃত্যুতে শুধু হকি নয়, দেশের ক্রীড়াঙ্গনে বড় ক্ষতি হয়ে গেল। হকি ফেডারেশনের সূত্রে জানা যায়, মিলুর এক ছেলে ও  দুই মেয়ে আমেরিকায় অবস্থান করছেন। তারা দেশে আসার পর তাকে কোথায় দাফন করা হবে তা জানা যাবে।

সর্বশেষ খবর