শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এখনো স্বপ্ন দেখছেন মারুফ

ক্রীড়া প্রতিবেদক, কেরালা থেকে

শিষ্যদের কাছ থেকে সাফের আগে নেপাল ম্যাচে ৩৩ ভাগ ফল পেয়েছিলেন মারুফুল হক। সেই ম্যাচের পর অসন্তুষ্ট মারুফ আরও প্রায় এক সপ্তাহ সময় পেয়েছেন শিষ্যদের প্রস্তুত করার জন্য। দুরন্ত আফগানদের সামনে বুক চিতিয়ে লড়াই করার জন্যই তিনি দলকে মাঠে নামালেন। এ ম্যাচে তিনটা পয়েন্ট দলকে কেবল সেমিফাইনাল খেলাই নয়, এমনকি সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্নও দেখাতে পারত। কোচ মারুফ হয়তো ঠিকই ভেবেছিলেন। তবে আফগানদের কাছে এ ভয়ঙ্কর পরাজয়ের মূল্য কতটা কে জানে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কোচ মারুফ অবশ্য স্বাভাবিকই থাকলেন। জানালেন, দলের পরিকল্পনাই ছিল পূর্ণ পয়েন্ট অর্জন করা। তিনি বলেন, ‘ম্যাচটা ওপেন ছিল। আমাদের ড্র করার সুযোগ ছিল। তবে আমরা তিনটা পয়েন্টই সংগ্রহ করতে চাইছিলাম।’ এ পরিকল্পনা কাজে না লাগলেও চিন্তিত নন কোচ। তিনি বলেন, ‘এখনো আমাদের সামনে দরজা খোলা। আমরা পরের দুটো ম্যাচ জিতেই সেমিফাইনাল খেলতে পারব আশা করছি।’ মালদ্বীপের বিপক্ষে আগামীকালই মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপে আফগানিস্তানের পর মালদ্বীপই সবচেয়ে       শক্তিশালী দল হিসেবে বিবেচিত। তবে তাদের বিপক্ষে জয়ের লক্ষ্যই নির্ধারণ করেছেন মারুফ। হারাতে চান ভুটানকেও। এদিকে আফগানরা জিতলেও তাদের ক্রোয়েশিয়ান কোচ বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হয়েছেন। তিনি বলেন, ‘ম্যাচটাকে কেবল গোলের ব্যবধান দিয়ে বিচার করলে ভুল করবেন। বাংলাদেশ অসাধারণ খেলেছে। তারা প্রথম যে সুযোগটা পেয়েছিল, ওটা কাজে লাগাতে পারলে আমরা অনেক ব্যাকফুটে চলে যেতাম। তা ছাড়া দ্বিতীয়ার্ধেও তো তারা দারুণ খেলেছে। দুইটা নিশ্চিত সুযোগ  তারা পেয়েছিল।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর