রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আর কত অপেক্ষা মামুনুলদের

ক্রীড়া প্রতিবেদক

আর কত অপেক্ষা মামুনুলদের

মামুনুল ইসলাম

এখনো ঝুলে আছে আট ফুটবলারের ভাগ্য। মামুনুল ইসলাম, রায়হান হোসেন, ইয়াসিন মুন্না, জামাল ভূঞা, শহীদুল আলমরা চলতি মৌসুমে এখনো মাঠে নামতে পারেননি। তাদের দলবদল নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব শুধু আপত্তিই তোলেনি আইনের আশ্রয়ও নিয়েছিল। তাদের কথা আট ফুটবলারই শেখ জামালে খেলবে বলে অগ্রিম পেমেন্ট নিয়েছিল। এক সময় মনে হচ্ছিল আট ফুটবলারের ভবিষ্যৎ অন্ধকার। কেননা কোর্ট বলে দিয়েছিল তাদের দলবদল কেন অবৈধ হবে না। বিষয়টি ফেডারেশনের কাছে জানতে চেয়েছিল বলে বাফুফে আপিল করেছিল। কিন্তু এতেও সমাধানের আভাস পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত আদালত স্পষ্টভাবে বলে দিয়েছে আট ফুটবলার কোথায় খেলবেন তা নির্ধারণ করবে বাফুফে।  নির্দেশ ছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি বিষয়টি নিষ্পত্তি করবে। এখন পর্যন্ত প্লেয়াস স্ট্যাটাস কমিটি বৈঠকে বসেনি। এ ব্যাপারে বাফুফের কোনো বক্তব্য নেই। সম্ভবত ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনের কারণে বিষয়টি চাপা পড়ে গেছে। স্ট্যাটাস কমিটি ইচ্ছা করলেই এতদিনে বিষয়টি সুরাহা করে দিতে পারতো। সমস্যা জিইয়ে রাখতে সমস্যায় পড়ে গেছে তিন ক্লাব। কারণ আট ফুটবলারের ৫ জন চট্টগ্রাম আবাহনী, ২ জন শেখ রাসেল ও ১ জন নতুন মৌসুমে নাম লেখান ঢাকা আবাহনীতে। জাতীয় দলে এরা ব্যর্থ হলেও লোকাল ফুটবলে নির্ভরযোগ্য তারকা। এরা খেলতে না পারায় তিন ক্লাবই সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্বাধীনতা কাপে তাদের দেখা মিলছে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আমরা আদালতের নির্দেশে এগোচ্ছি, এখানে তাড়াহুড়ার কিছু নেই। আট ফুটবলারই দ্রুত মাঠে নামবে এর নিশ্চয়তা দিতে পারি। কিন্তু মামুনুলরা আর কতদিন অপেক্ষা করবেন? নির্বাচনে নতুন কমিটি এলে এ নিয়ে আবার কোনো খেলা খেলে কিনা এ আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। কোর্ট বাফুফেকে দায়িত্ব দিয়েছে এরপরও স্বস্তিতে থাকতে পারছেন না আট ফুটবলার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর