abcdefg
sport-news || Bangladesh Pratidin

শিরোনাম
র‌্যাঙ্কিং নিয়ে ধোঁয়াশা! র‌্যাঙ্কিং নিয়ে ধোঁয়াশা!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠছে বলে জানালেও আসলে সাত নম্বরেই থাকছে মাশরাফি বিন মুর্তজার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার জবাবে ই-মেইলে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির মিডিয়া ম্যানেজার সামি উল হাসান। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বিবেচনায় নেওয়া হয় সবশেষ তিন মৌসুমের পারফরম্যান্স। আগামী হালনাগাদের সময় তাই বিবেচনায় নেওয়া হবে ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স। এই ক্ষেত্রে প্রথম দুই মৌসুমের ফলাফলের পয়েন্টের ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হবে আর ২০১৫-১৬ মৌসুমের নেওয়া হবে শতভাগ। সেই হিসাবে হালনাগাদের পর আগামী ২ মে যে র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে, সেখানে বাংলাদেশ এখনকার মতো সাত নম্বরেই থাকবে। —বিডিনিউজ২৪.কম

সর্বশেষ খবর