মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রিয়াল-ম্যানসিটির লড়াই

ক্রীড়া ডেস্ক

রিয়াল-ম্যানসিটির লড়াই

মাঠে নামার আগে ম্যানসিটির ফুটবলারদের অনুশীলন —এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার নাম রিয়াল মাদ্রিদের স্কোয়াডে থাকলেও তারা মাঠে নামবেন কি না কোনো নিশ্চয়তা নেই। এ খবর যতটা আনন্দিত করতে পারত ম্যানচেস্টার সিটিকে ততটা করেনি। দলের মাঝ মাঠের প্রাণভোমরা আইভরিয়ান তারকা ইয়া তোরে খেলতে পারছেন না পেশির ইনজুরির জন্য। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে রিয়াল মাদ্রিদ যতটা কাতর হয়েছে ইয়া তোরেকে হারিয়ে ম্যানসিটি ততটা হয়নি। দলে এখনো আছেন আগুয়েরো আর ডেভিড সিলভার মতো তারকা। আর আগুয়েরো তো এখন নিয়মিতই দলের জন্য জয়ের নায়কে পরিণত হয়েছেন। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি দলের এই অবস্থা নিয়েই আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে।

রিয়াল মাদ্রিদের সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এগারতম শিরোপা জয়ের হাতছানি। দুই বছর আগে দশম শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় তেমন একটা সুবিধা করতে না পারলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই শিরোপা লক্ষ্যে ছুটে চলেছে। তবে ম্যানচেস্টার সিটি ইউরোপিয়ান ফুটবলের নতুন পরাশক্তি। ইংলিশ প্রিমিয়ার লিগ তো বটেই বর্তমানে ইউরোপের যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থানে রয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা। আগুয়েরো-সিলভাদের নিয়ে দুর্দান্ত এক দল গড়ে তুলেছেন এ ইতালিয়ান। তাছাড়া ব্রাজিলিয়ান তরুণী ফার্নান্দো আর ফার্নান্দিনহোও তো খেলছেন দুর্দান্ত। পেল্লেগ্রিনি দারুণ আশাবাদী সেমিফাইনাল নিয়ে। তিনি বলেন, ‘তোরে দলে না থাকলেও আমি আশাবাদী। ব্রাজিলিয়ান ছেলে দুটি (ফার্নান্দো-ফার্নান্দিনহো) দুর্দান্ত খেলছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর