মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পুরনো রূপে নাদাল

ক্রীড়া ডেস্ক

পুরনো রূপে নাদাল

গুইলারমো ভিলাসের ৩৩ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন রাফায়েল নাদাল। এতদিন ক্লে কোর্টের একচ্ছত্র অধিপতি আর্জেন্টাইন এ কিংবদন্তি। রবিবার বার্সেলোনা ওপেন জিতে রাফায়েল নাদাল ভাগ বসালেন গুইলারমোর রাজত্বে। ক্লে কোর্টে এখন দুজনেরই রয়েছে ৪৯টি করে শিরোপা। বার্সেলোনা ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল জাপানের কেই নিশিকুরিকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জিতলেন। ইনজুরি থেকে ফেরার পর রাফায়েল নাদালকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। একের পর এক টুর্নামেন্ট থেকে বিদায় তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টাই যেন উন্মোচন করছিল। তবে নাদালের মতো তারকারা হঠাৎ করেই ফুরিয়ে যাওয়ার মতো নয়। এটাই প্রমাণ করলেন এ স্প্যানিয়ার্ড। আগামী জুনে ফ্রেঞ্চ ওপেনে দশম শিরোপার সন্ধানে খেলতে নামবেন তিনি। এর আগে নাদালকে দেখা গেল সেই পুরনো রূপে। এমনকি ফেদেরার যুগেও যিনি ছিলেন অম্লান। নাদাল ফিরেছেন আপন রূপে। প্রতিপক্ষদের জন্য এ খবর মোটেও সুখকর নয়। এরই মধ্যে তিনি র‌্যাঙ্কিংয়ে অনেকটা উন্নতি করেছেন। পুরুষ এককে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ১৫৫৫০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থাকলেও নাদাল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। ৫৯১৫ পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে অবস্থান করছেন পঞ্চমে। তার ঠিক উপরেই আছেন সুইস তারকা স্ট্যান ওয়াওরিঙ্কা। দুই নম্বরে আছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে এবং তিন নম্বরে সুইস কিংবদন্তি রজার ফেদেরার।

বার্সেলোনা ওপেন জিতে একটা দারুণ রেকর্ড করার পর রাফায়েল নাদালের উচ্ছ্বাস ছিল সাদামাটাই। তিনি কেবল সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি দারুণ খেলেছি। আর এখানে জিততে পেরে খুবই আনন্দিত।’ নাদালের কাছে পরাজিত হয়েও খুব একটা অসন্তুষ্ট নন জাপানি তারকা কেই নিশিকুরি। তিনি বলেন, ‘যদিও আমি আজ (রবিবার) হেরেছি তারপরও গত তিন বছর আমার দারুণ কেটেছে।’ আগামী বছর আবারও বার্সেলোনায় খেলে শিরোপা জয়ের লড়াইয়ে নামতে চান নিশিকুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর