মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কাটার মাস্টারের সামনে আজ ধোনি

ক্রীড়া প্রতিবেদক

কাটার মাস্টারের সামনে আজ ধোনি

মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে পিচের মধ্যে ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি। ‘বাংলাদেশ-ভারত’ সেই ম্যাচটির কথা ভক্তরা এখনো ভোলেননি। সে ম্যাচে ধাক্কা হজম করার পর ৫ উইকেট নিয়ে ভারতকেই ধাক্কা দিয়ে যেন ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ। সেই ধোনি আজ আবার কাটার মাস্টারের সামনে। আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে সান রাইজার্স হায়দ্রাবাদ ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। এই ম্যাচটিকে ঘিরে সামনে আসছে সেই ধাক্কা-কাণ্ডটি। আগের চেয়ে মুস্তাফিজ এখন অনেক বেশি ভয়ঙ্কর। এবারের আসরে তার সামনে তো দাঁড়াতেই পারছেন না কোনো ব্যাটসম্যান। কিন্তু ধোনি কী রুখতে পারবেন মুস্তাফিজকে!

আইপিএলে প্রথম ম্যাচ থেকেই মুস্তাফিজ যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার খেলায় মেতেছেন। প্রতিটি ম্যাচেই তার পারফরম্যান্সের গ্রাফটাকে ওপরে তুলে নিয়ে যাচ্ছেন। আগের ম্যাচে সান রাইজার্সের অন্য বোলাররা যেখানে মার খাচ্ছিলেন, সেখানে মুস্তাফিজ রানের চাকা আটকে দেন। নিজের চার ওভারের কোটায় রান দিয়েছেন মাত্র ৯। নিয়েছেন দুই উইকেট। ২৪ বলের মধ্যে ডট দিয়েছেন ১৭টি। এক ওভার মেডনও করেছেন। প্রথম ৯ বলে তো কোনো রানই দেননি মুস্তাফিজ। ৫ ম্যাচে উইকেট ৭টি নিলেও তার ওভারে রান করাই কঠিন। ব্যাটসম্যানরা মুস্তাফিজ বল বুঝতে পারছেন না। আর ফর্মের তুঙ্গে থাকা সেই কাটার মাস্টারকে মোকাবিলা করতে হবে ধোনিকে। আর ধোনিকে সামনে পেলে সেই ধাক্কা-কাণ্ডের কথা নিশ্চয়ই মনে পড়বে। কে জানে সে কথা মনে হলে মুস্তাফিজ আরও কতোটা ভয়ঙ্কর হয়ে যাবে!

সর্বশেষ খবর