শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা
শীর্ষে আর্জেন্টিনা

তিন ধাপ পেছাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

তিন ধাপ পেছাল বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও তিনধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। ১৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৮১ নম্বরে নেমে গেছেন মামুনুল ইসলামরা। ২০১৫ বিশ্বকাপ ফুটবলে রানার্সআপ দেশ আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয়স্থানে রয়েছে বেলজিয়াম। মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাঙ্কিংয়ের জুন মাসের অ্যাডিশন প্রকাশ করেছে ফিফা। এরমধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাকি চারটি ওশোনিয়া অঞ্চলের ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ২০১৬ ইউরো সামনে রেখে ইউরোপীয়ান দলগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০টি অবস্থানেও বেশ রদবদল চোখে পড়ছে। শীর্ষ দশে চারটি পরিবর্তন হয়েছে। এক ধাপ করে এগিয়ে তিনে কলম্বিয়া ও চার নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। প্রসঙ্গত, কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এর বিশেষ আসর বসতে যাচ্ছে। আর ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর্দা উঠবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর