শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

কোপায় আলো ছড়াবেন যারা

ক্রীড়া ডেস্ক

কোপায় আলো ছড়াবেন যারা

আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে শত বছরের পুরনো আসর কোপা আমেরিকা। ফেবারিটের আসনে বসে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, ব্রাজিল আর যুক্তরাষ্ট্রের মতো দল। শত বছরের পুরনো এ আসরে এবার তারকা হিসেবে আলো ছড়াবেন কারা! লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, আগুয়েরো, হিগুয়েন আর জেমস রদ্রিগেজদের কথা তো সবাই জানে। এমনকি মেক্সিকোর হার্নান্দেজ আর যুক্তরাষ্ট্রের ডিম্পসিকেও জানে অনেকে। তবে ভেনেজুয়েলার সলোমন রনডন, পেরুর পাওলো গুয়েরেরো, কলম্বিয়ার এডউইন কারডোনা, জ্যামাইকার আন্দ্রে ব্ল্যাককে কজন জানে! ফুটবল প্রাঙ্গণে এরা অপরিচিত হলেও নিজেদের দেশের জার্সিতে এরই মধ্যে অনেক নাম করেছেন।

জ্যামাইকার আন্দ্রে ব্ল্যাক মাত্র ২৫ বছরের এক যুবক। এরই মধ্যে জয় করেছেন ক্যারিবীয়ান কাপ। ফিলাডেলফিয়া ইউনিয়নের জার্সিতে খেলছেন ব্ল্যাক। আন্তর্জাতিক ফুটবলের মতো ক্লাব ফুটবলেও জ্যামাইকান এ গোলরক্ষক দৃষ্টি কেড়েছেন ফুটবল সমালোচকদের। কলম্বিয়ার তারকা বলতে ফুটবলভক্তরা জানে জেমস রদ্রিগেজ আর রাদামেল ফ্যালকাওকে। তবে তরুণ মিডফিল্ডার এডউইন কারডোনাকে কজন জানে! ২৩ বছরের এ কলম্বিয়ানই কোপা আমেরিকায় এবার তারকাখ্যাতি পেতে পারেন। মেক্সিকান ক্লাব মনটারিতে খেলছেন কারডোনা। গত মৌসুমে ৫৬ ম্যাচ খেলে করেছেন ২৪ গোল। এছাড়াও সতীর্থদের দিয়ে বেশ কয়েকটা গোল করিয়েছেন। কারডোনাকে ভয় পেতে পারে প্রতিপক্ষরা। পেরুভিয়ান ফুটবলার পাওলো গুয়েরেরো। বায়ার্ন মিউনিখে খেলার সময়ই তার তারকাখ্যাতি ছড়িয়েছিল বিশ্বব্যাপী। তবে ৩২ বছর বয়সেও তার ফুটবলের ধার এতটুকু কমেনি। বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। মেসি-সুয়ারেজদের পাশাপাশি আলো ছড়াতে পারেন এ পেরুভিয়ানও। ভেনেজুয়েলার ২৬ বছর বয়সী স্ট্রাইকার সলোমন রনডন। জাতীয় দলের জার্সিতে ৪৯টা ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে বেশ নাম করেছেন তিনি। বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমউইচে। এবারের কোপা আমেরিকায় তিনি আলো ছড়াতে পারেন।

তরুণদের পাশাপাশি লিওনেল মেসির ম্যাজিক্যাল ফুটবল তো থাকবেই। আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরকে দেখার আশায় এরই মধ্যে অসংখ্য ফুটবলভক্ত দিনক্ষণ ঠিক করে রেখেছেন। আজ মেসি অপেক্ষায় আছেন কোপা আমেরিকা জয়ের। এবার আর কোনো ভুল করতে রাজি নন তিনি। লুইস সুয়ারেজও কোপা আমেরিকায় নিজেকে মেলে ধরার অপেক্ষায় আছেন। বার্সেলোনার জার্সিতে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন তিনি। এবার জাতীয় দলকে দারুণ কিছু দিতে পারলেই হয়! তাছাড়া মেক্সিকোর হার্নান্দেজ, বর্তমান চ্যাম্পিয়ন চিলির আলেক্সিস সানচেজ এবং ব্রাজিলের হাল্কের কথা ভুলে গেলেও তো চলবে না। এবারের কোপা আমেরিকায় অসংখ্য তারকার ভিড়ে নেই কেবল নেইমার আর কাকার নাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর