রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা
ফেডারেশন কাপ ফুটবল

শেখ রাসেল চট্টগ্রাম আবাহনী একই গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতা কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ট্রফি শেষ হয়েছে। ১০ জুন থেকে মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ। ১৯৮০ সাল থেকেই ঘরোয়া ফুটবলের শুরুটা হয় ফেডারেশন কাপ দিয়ে। এবারই তার ব্যতিক্রম ঘটল। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ১২টি দলকে নিয়ে এই জনপ্রিয় আসর মাঠে গড়াচ্ছে। পেশাদার লিগের আগে এই টুর্নামেন্ট থেকে ফুটবলাররা নিজেদের ঠিকমতো শুধরিয়ে নিতে পারবে।

গতকাল ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। চার গ্রুপে তিনটি করে দলের বিভক্ত করা হয়।

‘এ’ গ্রুপে : ঢাকা আবাহনী, সকার ফেনী, আরামবাগ ক্রীড়াচক্র।

‘বি’ গ্রুপে : শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, চট্টগ্রাম আবাহনী।

‘সি’ গ্রুপ : শেখ জামাল, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা।

‘ডি’ গ্রুপ : ঢাকা মোহামেডান, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন ডন। ২২ ও ২৩ জুন দুই সেমিফাইনাল ও ২৬ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর