সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

আবাহনীর সুপার লিগে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর সুপার লিগে ওঠার লড়াই

এখন পর্যন্ত সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর, ভিক্টোরিয়া স্পোর্টিং ও লিজেন্ড অব রূপগঞ্জ। বাকি তিন দলের জন্য লড়াই করছে আবাহনী, মোহামেডান. গাজী ক্রিকেটার্স, শেখ জামাল ধানমন্ডি, প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র। আজ ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের ১১ নম্বর রাউন্ডে মাঠে নামছে সুপার লিগের রেসে টিকে থাকা তিন দল আবাহনী, প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রের প্রতিপক্ষ প্রতিবেশী ক্লাব কলাবাগান ক্রিকেট একাডেমি। বিকেএসপিতে আবাহনী লড়বে পয়েন্ট তালিকার তলানির দল সিসিএসের বিপক্ষে এবং ফতুল্লা স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষদল প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শিরোপা রেসে টিকে থাকা প্রাইম ব্যাংক।

১০ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১২। আজ জিতলে চতুর্থ দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত হবে শিরোপা প্রত্যাশী দলটির। তামিম ইকবাল, সাকিব আল হাসান, ভারতের ইউসুফ পাঠানকে নিয়ে গড়া আবাহনী শক্তির ব্যবধানে বেশ এগিয়ে সিসিএস থেকে। তারপরও বিকেএসপিতে পচা শামুকে পা কাটতেই পারে! সিসিএসের নামের পাশে অবশ্য দুটি জয় লেখা আছে। মিরপুরে প্রতিবেশী দুই ক্লাবের লড়াই। ক্রিকেটাঙ্গনে দুই ক্লাবকে আবারও বড় ভাই-ছোট ভাই বলা হয়। একই তাঁবুতে থাকেন দুই দলের ক্রিকেটাররা। একই মাঠে অনুশীলনও করেন। শক্তিমত্তায় অপেক্ষাকৃত দুর্বল কলাবাগান ক্রীড়া দারুণ খেলছে মাশরাফির যোগ্য নেতৃত্বে। ১০ ম্যাচে দলটির জয়ের সংখ্যা ৫। আজ যদি ছোট ভাই কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারিয়ে দেয়, তাহলে সুপার লিগে নাম লেখানোর অপেক্ষায় থাকতে হবে। এজন্য অপেক্ষা করতে হবে ৮ জুনের মোহামেডান-শেখ জামাল, গাজী ক্রিকেটার্স-ভিক্টোরিয়া ম্যাচের। কলাবাগান ক্রিকেট একাডেমি আজ জিতলেও কোনো লাভ নেই। কারণ এরই মধ্যে রেলিগেশন লিগ খেলতে হবে ক্লাবটিকে। তাই আজকের ম্যাচে যদি কলাবাগান ক্রীড়া চক্র জিতে যায়, তাহলে সুপার সিক্সের পথে এক ধাপ এগিয়ে যাবে ক্লাবটি।

প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১০ ম্যাচে ১৪। প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের পয়েন্ট ১০ ম্যাচে ১০। হারজিতে দোলেশ্বরের সুপার লিগ খেলায় কোনো বাধা হবে না। জিতলে বরং সুপার সিক্স আরও পোক্ত হবে দোলেশ্বরের। বিপরীতে সুপার লিগের আশা জাগিয়ে রাখতে আজকের ম্যাচের জয়ের বিকল্প নেই গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের। অবশ্য জিতলেও নিশ্চিত হবে না সুপার লিগ। এজন্য প্রাইম ব্যাংককে অপেক্ষায় থাকতে হবে ৮ জুনের ম্যাচগুলোর ফলাফলের দিকে।

সর্বশেষ খবর