শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

রাত পোহালেই ইউরো

ক্রীড়া ডেস্ক

রাত পোহালেই ইউরো

২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। অথচ ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড টপকাতে পারেনি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশটি। এবার ভিনসেন্ট ডেলবস্কের নেতৃত্বে স্পেন পার্শ্ববর্তী ফ্রান্সে উড়ে এসেছে হ্যাটট্রিক শিরোপা জিততে। অবশ্য দলটির তিনবার শিরোপা জেতার স্বাদ রয়েছে। ইউরোর আরেক সফল দল জার্মানি। ইউরো সেরা হয়েছে তিনবার। দুবার ইউরো সেরার মুকুট পরেছে স্বাগতিক ফ্রান্স। ফ্রান্সেই শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের ১৫ নম্বর আসর। এবারই প্রথম ২৪টি দেশ অংশ নিচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টটি আজ মাঠে গড়াচ্ছে ফ্রান্স-রুমানিয়া ম্যাচটি দিয়ে। একমাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ১০ জুলাই প্যারিসের স্টুড দ্য ফ্রান্সে। বিশ্বকাপের আদলে ১৯৬০ সালে শুরু হয় ইউরো চ্যাম্পিয়নশিপ। গত আসর পর্যন্ত ১৬টি দল অংশ নিতে। এবার সংখ্যা বাড়িয়ে ২৪ করা হয়েছে। প্রথমবারের মতো অংশ নিচ্ছে আলবেনিয়া। উত্তর আয়ারল্যান্ড এবার সুযোগ করে নিয়েছে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে। প্রথমবারের মতো খেলবে ওয়েলস, স্লোভাকিয়া ও আইসল্যান্ডও। অথচ বাছাইপর্ব পেরিয়ে খেলার সুযোগ করতে পারেনি ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

২৪ দল টুর্নামেন্ট খেলছে ৬ গ্রুপে। ৬ গ্রুপের সেরা ১২ দল এবং পয়েন্ট হিসেবে বাকি চারটিসহ মোট ১৬টি দল খেলবে নকআউট পর্বে। সেখান থেকে জয়ী ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনাল। চারটি কোয়ার্টার ফাইনাল ৩০ জুন, ১, ২  ও ৩ জুলাই। সেমি ফাইনাল দুটি ৬ জুলাই লিও এবং ৭ জুলাই মার্সেইতে। ১০ জুলাই ফাইনাল।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর