Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৯ জুন, ২০১৬ ২২:৫৪

ভুটানের বিপক্ষে ভাগ্য নির্ধারণ

ক্রীড়া প্রতিবেদক

ভুটানের বিপক্ষে ভাগ্য নির্ধারণ

শোচনীয় হার নয়। বাংলাদেশের ফুটবলারদের লড়াই করার যে ক্ষমতা আছে তার প্রমাণ মিলেছে। এশিয়ান কাপ বাছাইপর্ব প্লে-অফ অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হার মানে তাজিকিস্তানের কাছে। কোচ ক্রুইফ ও অধিনায়ক মামুনুল বলেছিলেন দুশানবেতে লক্ষ্য ড্র। শোচনীয় হারে স্বাভাবিকভাবে সমালোচিত হচ্ছেন ফুটবলাররা। এর আগেও বিশ্বকাপ বাছাইপর্ব অ্যাওয়ে ম্যাচে ৫-০ হেরেছিল। মঙ্গলবার ঢাকায় ফিরতি পর্বের লড়াই হয়। ম্যাচের আগে ক্রুইফ বলেছিলেন তাজিকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ তাদের বিপক্ষে ম্যাচ জেতাটা খুবই কঠিন। লক্ষ্য থাকবে ভুলগুলো শুধরিয়ে ভালো খেলা। ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরে যায়। শুরুতে গোল হজম করাতে অনেকে ধরে নিয়েছিলেন নিজ মাঠেও গোলের বন্যায় ভেসে যাবে। শেষ পর্যন্ত ব্যবধান ১-০ ছিল। দুশানবেতে দাঁড়াতে পারেনি মামুনুলরা। অথচ ঢাকায় সমান তালে লড়েছে। যে সুযোগ পেয়েছিল তাতে ড্র নয়, বাংলাদেশ ম্যাচ জিতে গেলে অবাক হওয়ার কিছু থাকত না। তাজিকিস্তান বৃষ্টি ভেজা মাঠে দাপটের সঙ্গে খেলতে পারেনি। যে সেট পিস ঘিরে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ। হারটা মানতে হয়েছে ফ্রি কিক অর্থাত্ সেট পিস গোলেই।  আগের ম্যাচগুলোর ডিফেন্ডাররা নিষ্প্রোভ থাকলেও মঙ্গলবার দৃঢ়তার পরিচয় দিয়েছেন। ম্যাচ হারলেও অনেকদিন পর দর্শকদের ভালো খেলা উপহার দিয়েছে জাতীয় দল। তাজিক কোচও বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। তাজিক বিপক্ষে দুই ম্যাচ হারলেও বাংলাদেশের বাছাইপর্বের খেলা সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ভুটানের সঙ্গে দুই ম্যাচ খেলতে হবে। সেপ্টেম্বরে ঢাকায়, অক্টোবরে ভুটানে অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মন্তব্য