মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

সেপ্টেম্বরে ঢাকায় জুনিয়র এশিয়া কাপ হকি

আন্তর্জাতিক হকি ফেডারেশন বলেছে ফ্লাড লাইট না থাকায় অনেক দেশই ঢাকায় খেলতে আগ্রহী নয়

ক্রীড়া প্রতিবেদক

সেপ্টেম্বরে ঢাকায় জুনিয়র এশিয়া কাপ হকি

সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, মালয়েশিয়া, চীন, শ্রীলঙ্কা, ওমানসহ বেশ কটি দেশের অংশ নেওয়ার কথা। এর মধ্যে জাপান ও পাকিস্তান ইতিমধ্যে নিশ্চিত করেছে তারা টুর্নামেন্টে অংশ নেবে। ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ জানান, জুনিয়র এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশসহ উল্লেখিত দলগুলো অংশ নেবে। আয়োজনের প্রস্তুতি ও ফেডারেশন শুরু করে দিয়েছে। তিনি বলেন, এছাড়া নভেম্বরে বড় ধরনের টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া হলেও তা আর হচ্ছে না। আন্তর্জাতিক হকি ফেডারেশন বলেছে ফ্লাড লাইট না থাকায় অনেক দেশই ঢাকায় খেলতে আগ্রহী নয়। ফ্লাড লাইট বসানোর পরিকল্পনা অনেক আগে থেকেই নেওয়া আছে। টাওয়ার কোথায় বসানো হবে তাও ঠিক হয়েছে। কিন্তু ফান্ডের কারণে কাজ শুরু করা যাচ্ছে না। জুনিয়র এশিয়া কাপ বিকালেই অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর