মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

মোহামেডান-আবাহনীর অগ্নিপরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান-আবাহনী মানেই যে কোনো টুর্নামেন্টে ফাইনালের লড়াই। এখন আর সেই দিন নেই। ২০১০-২০১১ মৌসুমে ফুটবলে দুই দল ফাইনাল খেলেছিল সুপার কাপে। এরপর তারা ফাইনাল খেললেও এক সঙ্গে মুখোমুখি হয়নি। চলতি ফেডারেশন কাপে তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবাহনী ‘এ’ গ্রুপে তাদের প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ আরামবাগের কাছে ০-১ গোলে হার মেনেছে। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে আরামবাগ ইতিমধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবাহনী লড়বে ফেনী সকারের বিরুদ্ধে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। শেষ আটে জায়গা করে নিতে হলে জয় ছাড়া আবাহনীর কোনো বিকল্প পথ নেই। কেননা ফেনী সকাররা তাদের প্রথম ম্যাচ ড্র করে আরামবাগের বিপক্ষে। ড্র হলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে ফেনী খেলবে সেমিতে ওঠার লড়াইয়ে।

অন্যদিকে মোহামেডানকেও নামতে হচ্ছে অগ্নি পরীক্ষায়। ‘ডি’ গ্রুপে প্রথম ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে রহমতগঞ্জের বিপক্ষে। পরের ম্যাচে টিম বিজেএমসির বিপক্ষে একই ব্যবধানে ড্র করে রহমতগঞ্জ। সন্ধ্যা সাড়ে ৭টায় মোহামেডান লড়বে বিজেএমসির বিপক্ষে। এই ম্যাচে যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে চলে যাবে। ড্র হলে তখন গোল পার্থক্যের হিসাব নিকাশ হবে। ১-১ গোলে ড্র হলে মোহমেডান ও রহমতগঞ্জ কোয়ার্টারে খেলবে। কারণ প্রথম ম্যাচে তারা ২-২ গোলে ড্র করেছিল। অবশ্য এই নিয়ম ফেডারেশন কাপের বাইলজে আছে কিনা তা দেখার বিষয়। আজকের ম্যাচ ৩-৩ ড্র হলে নিয়ম অনুযায়ী রহমতগঞ্জের বিদায় নেওয়ার কথা। ২-২ গোলে ড্র হলে তখন জটিল সমীকরণে পড়ে যাবে তিন দলই। হারজিত হলে কোনো সমীকরণের প্রয়োজন পড়বে না।

সর্বশেষ খবর