বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

ভিক্টোরিয়াকে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দিনের অন্য ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। মোহামেডানের বিরুদ্ধে ২৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আবাহনী। গতকাল খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৫৮ রান করে ভিক্টোরিয়া। সর্বোচ্চ ৮২ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। এছাড়া আল আমিন ৬৩, ফজলে মাহমুদ ৪০ এবং ২৬ রান আসে আবদুল মজিদের ব্যাট থেকে। রূপগঞ্জের স্পিনার তাইজুল ইসলাম ৪৭ রানে নেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন আবু হায়দার ও পাওন নেগি। ২৫৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নেগির সেঞ্চুরিতে ৭ বল হাতে রেখেই জিতে যায় রূপগঞ্জ। নেগি ৮৯ বলে খেলেন ১২৪ রানের অপরাজিত ইনিংস। ১৩টি বাউন্ডারির সঙ্গে ৪টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন রূপগঞ্জের এই ব্যাটসম্যান। ম্যাচসেরাও হয়েছেন এই তারকা অলরাউন্ডার। এ ম্যাচে ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন ভিক্টোরিয়ার লঙ্কান স্পিনার চতুরঙ্গ ডি সিলভা। ১৩ ম্যাচে ২৮ উইকেট নিয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ শিকারি এ স্পিনার তার অবস্থান আরও শক্ত করেছেন। প্রাইম দোলেশ্বর প্রাইম ব্যাংকের কাছে হেরে গেছে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করতে নেমে ৩৩ ওভারে দোলেশ্বর ৬ উইকেটে ১০০ রান করার পর বৃষ্টি শুরু হয়ে যায়। পরে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১১৮ রান। মাত্র ৪ উইকেট হারিয়ে ৮ ওভার আগেই জিতে যায় প্রাইম ব্যাংক। এই জয়ে শিরোপার আশা জিইয়ে রাখল দলটি।

সর্বশেষ খবর