বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

হকিতেও হার মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

দিনটি ভালো যায়নি মোহামেডানের। ক্রিকেটে বিশাল ব্যবধানে হেরেছে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে। হকিতে হেরেছে প্রতিবেশী মেরিনার্স ইয়াংসের কাছে। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকিতে মেরিনার্স ৩-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। লিগে এটা মোহামেডানের প্রথম হার। হেরে মোহামেডানের পয়েন্ট ১০ ম্যাচে ২৩, মেরিনার্সের ২৫, আবাহনীর ২৬ ও ঊষার পয়েন্ট ২৮। হারলেও প্রথম গোল করে মোহামেডান। ৭ মিনিটে মোহামেডানকে পেনাল্টি কর্নারে এগিয়ে নেন তাসওয়ার আব্বাস। ১৪ মিনিটে সমতা আনে মেরিনার্স। পাকিস্তানি ফরোয়ার্ড শরিফের হিটে ওয়াকাস কব্জীর মোচড়ে ফ্লিক করেন, বল জালে প্রবেশ করলেও ওমানের রেফারি প্রথমে গোলের বাঁশি বাজাননি। পরে ভিডিও রেফারেন্সে গোল ঘোষণা করেন। ১-১ গোলে সমতার পর দুই দলের খেলোয়াড়রা মাথা গরম করে খেলতে থাকেন। প্রথমার্ধের শেষ দিকে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হলে তাকে সবুজ কার্ড দেখান আম্পয়ার। জিমি প্রতিবাদ জানালে খেলা বন্ধ থাকে ১২ মিনিট। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় মেরিনার্স। আরামবাগের দলটিকে এগিয়ে নেন পাকিস্তানের ওয়াকাস শরিফ। মোহামেডান সমতা আনতে মরিয়া হয়ে উঠলেও পারেনি। বিপরীতে খেলার শেষ মিনিটে গোলসংখ্যা তিনে উন্নীত করে মেরিনার্সকে জয় উপহার দেন আরশাদ হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর