শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

মেসিদের ভেনেজুয়েলা পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

মেসিদের ভেনেজুয়েলা পরীক্ষা

ফুটবলে রাজার আসনে অধিষ্ঠিত ম্যারাডোনা-ডি স্টেফানোর দেশ আর্জেন্টিনা। ফুটবলের ল্যাটিনীয় ছন্দ গড়ে তুলেছে তারাই। ব্রাজিলিয়ান ফুটবলে সূর্যাস্তের পর ল্যাটিন শিল্পের সংজ্ঞা নির্ধারণ করছে আলবেসিলেস্তরাই। তাদের শত বছরের ফুটবলীয় ঐতিহ্যে মিশে আছে কত শত-সহস  বিজয়ের ইতিহাস। কিন্তু সেই আর্জেন্টাইনরা দুর্দান্ত ফুটবল খেলেও শিরোপা থেকে বঞ্চিত আজ ২৩ বছর ধরে। ১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ই ছিল সর্বশেষ আন্তর্জাতিক সাফল্য। এরপর কোপা আমেরিকা এবং বিশ্বকাপে বার বার ফাইনাল খেলেও ব্যর্থ হয়েছে দলটা। ভক্তরা বরাবরই হতাশ হয়েছেন। গতবার তো চিলিয়ানদের কাছে ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয়েছেন মেসিরা। এবার আর কোনো ভুল করতে রাজি নয়। ২৩ বছরের আক্ষেপ ঘুচাতে মরিয়া আলবেসিলেস্তরা।

কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে গ্রুপ পর্বটা বেশ ভালোভাবেই পাড়ি দিয়েছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে গোল করেছে ১০টা। পূর্ণ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। আগামীকাল ভোরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছেন মেসিরা। ইনজুরিতে আক্রান্ত অ্যাঞ্জেল ডি মারিয়া অনেকটাই সুস্থ। লিওনেল মেসিও আছেন পূর্ণ ফর্মে। পূর্ণ শক্তির দলই মাঠে নামাতে পারবেন কোচ জেরার্ডো মার্টিনো। তা ছাড়া ভেনেজুয়েলার মতো দলকে আর্জেন্টিনার খুব একটা ভয়ের কিছু নেই। ১৯৫৬ সালের পর মাত্র একবারই আর্জেন্টিনাকে হারিয়েছে ভেনেজুয়েলা। ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। সেবার ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এ ছাড়া বাকি ২০ বারই জিতেছে আলবেসিলেস্তরা। সর্বশেষ ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছেন মেসিরা। সে ম্যাচে মেসি ছাড়াও গোল করেছিলেন হিগুয়েন।

অতীত যাই হোক, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ভেনেজুয়েলাকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ভালো ফুটবল খেলতে হবে আমাদের। কারণ, আমরা এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি।’ মেসির এমন বক্তব্যের পর পুরো দলই সতর্ক। কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, ‘মেক্সিকোর বিপক্ষে ভেনেজুয়েলা এক দুর্দান্ত ম্যাচ খেলেছে। তাদের অনেক ভালো ফুটবলার রয়েছে।’ তবে জয়ের জন্য আর্জেন্টিনাও প্রস্তুত বলে দাবি করেছেন তিনি। মার্টিনোর মতে, কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজন এমন এক লেভেলে পৌঁছেছে যেখানে হেরে যাওয়া মানেই বিদায়। এ কারণে আর্জেন্টিনা কোনো ভুল করতে রাজি নয়। আর লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলারদের সারিতে স্থান পাওয়ার জন্য কোপা আমেরিকার শিরোপা জয় করতেই হবে। যুক্তরাষ্ট্র থেকে এ শিরোপা জিতে ফিরতে পারলে তিনিও ঠাঁই পাবেন গ্রেটদের তালিকায়।

সর্বশেষ খবর