শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রোটিয়াদের দাপুটে জয়, তাহিরের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ওপেনার হাশিম আমলার সেঞ্চুরি ও ইমরান তাহিরের ৭ উইকেট শিকারে ত্রিদেশীয় সিরিজের ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩৯ রানের বিশাল জয়ে বোনাস পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ উঠল প্রোটিয়ারা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ ও ওয়েস্ট ইন্ডিজের ৮ পয়েন্ট। সেন্ট কিটসে টস হেরে প্রথমে ব্যাট হাতে নামে দক্ষিণ আফ্রিকা। উড়ন্ত সূচনা এনে দেন আমলা ও তার সঙ্গী কুইন্টন ডি কক। ১৯৯ বলে ১৮২ ওপেনিং জুটি। ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তোলেন আমলা। ৯৯ বলে করেন করেন ১১০ রান। হাফ সেঞ্চুরি করে আউট হন ডি কক। এরপর উইকেটে ঝড় তোলেন ডু প্লেসিস ও মরিস। প্লেসিস ৫০ বলে করেন ৭৩ রান, মরিস ২৬ বলে করেন ৪০ রান। ৪ উইকেটে ৩৪৩ রান করে দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানদের গড়ে দেওয়া ভিত্তিকে দারুণ কাজে লাগিয়েছেন স্পিনার ইমরান তাহির। ৪৫ রানে ৭ উইকেট নিয়ে উইন্ডিজকে ধসিয়ে দেন। এমন দুর্দান্ত বোলিং করে রেকর্ড বইয়েও জায়গা করে নেন তাহির। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সেরা বোলিং ফিগার এটি। বিশ্ব ক্রিকেটে স্পিনারদের মধ্যে ৭ উইকেট নেওয়ার তৃতীয় ঘটনা এটি।

সর্বশেষ খবর