রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ক্রিকেট-জ্ঞান বৃদ্ধি করে ‘কুইজ’

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট-জ্ঞান বৃদ্ধি করে ‘কুইজ’

বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের কুইজ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

ক্রিকেট এখন আর নিছক একটি ক্রীড়া ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের ক্রীড়ামোদীদের কাছে ক্রিকেট এক স্বপ্নের নাম। সেতু বন্ধনের প্রতীক। ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ নিয়ে হাজারও মত থাকলেও এক ক্রিকেট গোটা বাংলাদেশ একাট্টা করে ফেলেছে। এখানে কোনো রকম মতভেদের ঘটনা নেই। টাইগাররা যখন মাঠে পারফর্ম করেন তখন গোটা বাংলাদেশের মানুষের চিন্তা, চেতনা এক হয়ে যায়। সবার লক্ষ্য থাকে একটাই— বাংলাদেশের জয়। দেশ স্বাধীনের পর ক্রিকেট ছাড়া অন্য কোনো কিছু বা বিষয় দেশের সব মানুষকে এক কাতারে নিয়ে আসতে পারেনি।

তবে এই ক্রিকেট যেমনি হাসায় তেমনি কাঁদায়ও। মানবজীবনের মতো ক্রিকেটেও থাকে উত্থান-পতন। একজন ক্রিকেটার সব সময় সব ম্যাচেই যে ভালো খেলবেন এমন নয়। ভালো সময় যেমন আসে তেমনি খারাপ সময়ও আসে। কিন্তু ক্রিকেট সম্পর্কে কিছুটা সীমাবদ্ধতার কারণে অনেক সময় দর্শকরা মেজাজ হারিয়ে ক্রিকেটারদের গালাগাল শুরু করে দেন। অনেকে ব্যর্থতা মেনে নিতে না পেরে আবেগের বশে খারাপ কিছু ঘটিয়ে বসেন।

দেশের ক্রিকেটের পারফরম্যান্সের গ্রাফটা যেভাবে বাড়ছে তার সঙ্গে সামাঞ্জস্য বজায় রেখে বাড়ছে না দর্শকের ক্রিকেট-জ্ঞানের পরিধি! আর এক্ষেত্রে ক্রিকেট নিয়ে মিডিয়ায় ‘কুইজ প্রতিযোগিতা’ আয়োজন করে কিছুটা হলেও ক্রিকেটের পরিধিকে বাড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন ১৯৯৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য পেসার হাসিবুল হাসান শান্ত।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ প্রতিদিন- ওয়ালটন টি-২০ বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাসিবুল হাসান শান্ত বলেন, ‘ক্রিকেট এখন উপরে চলে গেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের নাম প্রতিনিয়ত উজ্জ্বল করে চলেছে ক্রিকেট। আশা করি সামনে আরও বড় অর্জন করবে এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়বে সারা বিশ্বে। মাঠের ক্রিকেটের পাশাপাশি যদি বিভিন্ন ইভেন্ট নিয়ে এমন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, তাহলে এই খেলাটি সম্পর্কে মানুষের জানার পরিধি আরও বৃদ্ধি পাবে। ক্রিকেট-জ্ঞান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে কুইজ প্রতিযোগিতা। আর এমন কুইজ প্রতিযোগিতার জন্য স্পন্সর দরকার হয়। তাই বাংলাদেশ প্রতিদিন ও ওয়ালটনকে ধন্যবাদ।’

কুইজ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (জনসংযোগ ও মিডিয়া) মো. হুমায়ুন কবির, বি আর গ্রুপের জুনিয়র অফিসার আরজু হোসেন। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক মাসুক চৌধুরী, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মঞ্জুরুল ইসলাম, হেড অব মার্কেটিং মাসুদুর রহমান, সার্কুলেশন বিভাগের প্রধান বেলাল হোসেন মন্টু।

নঈম নিজাম বলেন, ‘ক্রিকেট ফুটবল ও অন্যান্য ক্রীড়ার সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর জন্যই প্রতি বছর আমরা এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ক্রিকেটের সম্পৃক্ততা বৃদ্ধি পায়। এমন প্রতিযোগিতায় সহযোগিতা করার জন্য ওয়ালটনকে ধন্যবাদ।’

 

মো. হুমায়ুন কবির বলেন, ‘ওয়াল্টন শুরু থেকেই ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলার সঙ্গে জড়িত। খেলাধুলার সঙ্গে ওয়াল্টনের সম্পর্কটা আত্মিক। ভবিষ্যতেও আমরা ক্রীড়ার সঙ্গে এমন সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ আমাদেরকে কুইজ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার সুযোগ দেওয়ার জন্য।’

 

গতকাল দুই পর্বের কুইজ প্রতিযোগিতার দুই পর্বের ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের প্রথম পুরস্কার ৪০ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন জিতেছেন নোয়াখালীর সোনাইমুড়ীর আলী আহমেদ। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ১১০ সিসি মোটর সাইকেল জিতেছেন চট্টগ্রামের আজহার হোসেন। দুই পর্বের এই কুইজ প্রতিযোগির জন্য পাঠকরা লাখ লাখ কুপন পাঠিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

সর্বশেষ খবর