সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

হাতুরাসিংহে থাকছেন বিশ্বকাপ পর্যন্ত

ক্রীড়া প্রতিবেদক

হাতুরাসিংহে থাকছেন বিশ্বকাপ পর্যন্ত

চন্ডিকা হাতুরাসিংহের পারফরম্যান্সে ভীষণ খুশি বিসিবি। এতটাই খুশি যে, মাশরাফি, মুশফিক, সাকিবদের দায়িত্ব নিতে হাতুরাসিংহের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত করেছে। শুধু হাতুরাসিংহেই নয়, চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে সব কোচিং স্টাফের। অবশ্য বোলিং কোচের পদ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন হিথ স্ট্রিক। তার জায়গায় অবশ্য এখনো কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। গতকাল পরিচালনা পর্ষদের সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের চতুর্থ আসর ৬ নভেম্বর শুরুর তারিখ চূড়ান্ত করেছে। এছাড়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলগুলোকে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিসিবি। মহিলা দলের নির্বাচকের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে।            

২০১৪ সালের ১ জুলাই দুই বছরের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল হাতুরাকে।  এই দুই বছরে তার কোচিংয়ে বাংলাদেশের গ্রাফ উপরে উঠেছে। তাই সন্তুষ্ট হয়ে মেয়াদ বাড়িয়ে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে বাংলাদেশ হাতুরার কোচিংয়ে ৬১টি ম্যাচ খেলে জিতেছে ৩০টি। হার ২৪টিতে। চারটি ম্যাচ ড্র ও তিনটি পরিত্যক্ত হয়। ১০ টেস্টে তিন জয়ের বিপক্ষে বাংলাদেশের হার তিনটি। ড্র চারটি। সাফল্য সবচেয়ে  বেশি ওয়ানডেতে। হাতুরার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের  মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলে। টানা পাঁচ সিরিজ জিততে হারিয়েছে জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। দুই বছরে ২৯ ওয়ানডে খেলে জিতেছে ১৮টি। ২২টি টি-২০ ম্যাচে জয় ৯টি এবং হার ১০টি।

সর্বশেষ খবর