সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

হকির সুপার সিক্স শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পর্ব শেষ হওয়ার পরই প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স আজ থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচে মেরিনার্স-বাংলাদেশ স্পোর্টিং। দ্বিতীয় ম্যাচে ঊষা ক্রীড়া চক্র লড়বে ওয়ান্ডারার্সের বিপক্ষে। শক্তির বিচারে এবার চার দলের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকার কথা। বাস্তবে তাই হচ্ছে, ঊষা ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা শুধু মোহামেডানের সঙ্গে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট নষ্ট করে। মেরিনার্স ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। মোহামেডান-আবাহনী যৌথভাবে ২৬ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্য মোহামেডানের অবস্থান তিন নম্বরে। সুপার সিক্সে অপর দুই দল হচ্ছে বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্স। এ দুদলের শিরোপা জেতার সম্ভাবনা নেই।

ঊষা সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারবে কিনা এখনো নিশ্চিত নয়। মোহামেডান হার মানে প্রতিবেশী মেরিনার্সের কাছে। অন্যদিকে আবাহনী হারে ঊষার কাছে। ঊষা হারায় মেরিনার্সকেও। লিগে একমাত্র অপরাজিত দল ঊষাই। ক্লাব কাপে ফাইনালে আবাহনীর কাছে বিধ্বস্ত হলেও লিগে তারা বেশ গুছিয়ে খেলছে। বড় কোনো অঘটন না ঘটলে ঊষারই চ্যাম্পিয়নের সম্ভাবনা বেশি। রানার্স আপে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর