রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

ঈদের পর রিভিউ কমিটির কার্যক্রম শুরু

ক্রীড়া প্রতিবেদক

ঈদের পর রিভিউ কমিটির কার্যক্রম শুরু

টি-২০ বিশ্বকাপে চাকিং বোলিংয়ের অভিযোগে নিষিদ্ধ হন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। নিষিদ্ধ হওয়ায় এখন খেলতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছেন নিয়মিত। দুজনের পথ অনুসরণ না করলেও প্রিমিয়ার ক্রিকেটে এবার ১৩-১৪ জন বোলার প্রশ্নবিদ্ধ বোলিং করেছেন। এসব বোলারদের বোলিং নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে নানান  প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বিসিবি কর্মকর্তাদের। এবার সেখান থেকে উদ্ধার পেতে চাচ্ছে বিসিবি। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি ঈদের পর প্রশ্নবিদ্ধ ১৩-১৪ বোলারকে নিয়ে কাজ করবে। গতকাল বোলিং অ্যাকশন কমিটি রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস তাই বলেছেন, ‘মঙ্গলবার আমরা ঠিক করব কোন পদ্ধতিতে কাজ করব। এবারে লিগে ১৩-১৪ জন বোলার রিপোর্টেড হয়েছে। ঈদের পর ওদের নিয়ে আমরা কাজ শুরু করব। ওদের বোলিং অ্যাকশন দেখতে নেটে ডাকব।’ প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ আনার কথাও বলেন বিসিবি পরিচালক, ‘বোলিং অ্যাকশন রিভিউয়ের জন্য আমরা অভিজ্ঞ নই। প্রয়োজন মনে করলে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনব। কারণ উন্নতমানের প্রযুক্তি দরকার আমাদের।’  

সর্বশেষ খবর