শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সাকিবের নেতৃত্বেই সর্বোচ্চ-সর্বনিম্ন স্কোর

সাকিবের নেতৃত্বেই সর্বোচ্চ-সর্বনিম্ন স্কোর

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দলীয় সর্বনিম্ন স্কোর ৫৮, সর্বোচ্চ ৩২৯ রান। মজার ব্যাপার হচ্ছে, দুটি স্কোরই হয়েছে সাকিব আল হাসান অধিনায়ক থাকাকালীন। ২০১১ সালের ৪ মার্চ ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ মাত্র ৫৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। সে ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আবার ২০১৫ সালের ১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচে বাংলাদেশ ৩২৯ রান করেছিল সে ম্যাচেও অধিনায়ক ছিলেন সাকিব। ওই ম্যাচে বাংলাদেশ ৭৯ রানে বড় জয় পেয়েছিল। সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে ৫৮ রানে আরও একবার অলআউট হয়েছিল বাংলাদেশ। সেটা মুশফিকের অধিনায়কত্বে, ২০১৪ সালের ১৭ জুন, ভারতের বিরুদ্ধে।

সর্বশেষ খবর