মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আইসল্যান্ডকে থামাল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

আইসল্যান্ডকে থামাল ফ্রান্স

অতঃপর ‘আইসল্যান্ড রূপকথার’ এখানেই সমাপ্তি। কী দুরন্ত খেলছিল ওরা! ইংল্যান্ডের গৌরব ধুলোয় মিশিয়ে ৩ লাখ ৩০ হাজার মানুষের এক ছোট্ট দেশ জয় ছিনিয়ে নিল। প্রথমবারের মতো উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে এসেই কোয়ার্টার ফাইনাল। এ প্রাপ্তি আইসল্যান্ডের মানুষের জন্য স্বপ্নের চেয়েও বেশি ছিল। কিন্তু ফরাসি বিপ্লবের ঢেউয়ের মুখে টিকে থাকতে পারল না উত্তর মেরুর শক্ত বরফের প্রাচীরও। কোয়ার্টার ফাইনালে অ্যান্টোনিও গ্রিজম্যান, পায়েত, পল পগবা আর গিরদদের দুরন্ত ফুটবল বরফের পাঁচিলগুলোকে গলিয়ে দিল মোমের মতোই। আর ইউরো কাপের ইতিহাসে গোলের রেকর্ড গড়ে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। সেইন্ট ডেনিসের ফ্রান্স স্টেডিয়ামে মুখোমুখি দুদল। শুরুটা হলো অন্যান্য ম্যাচের মতোই অতি সাধারণ। কিন্তু ধীরে ধীরেই ফরাসি বিপ্লবের উত্তাপ পেতে শুরু করল উত্তর মেরুর বরফাচ্ছাদিত আইসল্যান্ড। ম্যাচের ১২ মিনিটেই অলিভিয়ের গিরদের দুরন্ত গোল এগিয়ে দেয় ফ্রান্সকে। আইসল্যান্ড রূপকথার সমাপ্তি বিন্দু সেখানেই। ২০ মিনিটে পল পগবার দুর্দান্ত গোল সব স্বপ্ন শেষ করে দেয় দীপবাসীদের। এরপর পায়েত আর গ্রিজম্যান প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও দুটো গোল করে ইউরো কাপের ইতিহাসেই রেকর্ড গড়েন। এর আগে কখনোই ইউরোতে প্রথমার্ধে কোনো দল এতগুলো গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে অবশ্য আইসল্যান্ড রূপকথার শেষ ঝলক দেখতে পান ভক্তরা। ৫৬ মিনিটে সিগবরসন এবং ৮৪ মিনিটে বিজারন্যাসন দুটি গোল করেন দলের পক্ষে। অন্যদিকে ম্যাচের ৫৯ মিনিটে গিরদ আরও একটি গোল করলে ফ্রান্সের ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এ জয়ের পর এবার ফরাসিরা ইউরো জয়ের হুঙ্কার ছাড়তেই পারে। জিদান যুগের পর এমন সুশৃঙ্খল ফ্রান্স আর কবে কে দেখেছে! অলিভিয়ে গিরদ বলছেন, ‘আমরা পাঁচটা গোল দিয়েছি। এবার আমরা খুশি। নিজেদের প্রতি সন্তুষ্ট। তবে আইসল্যান্ডও দারুণ খেলেছে। তারা ম্যাচের শেষ পর্যন্তও কোনো ছাড় দেয়নি।’ অন্যদিকে নিজেদের নিয়ে গর্বের শেষ নেই আইসল্যান্ডের। সিগার্ডসন বলছেন, ‘আমি গর্বিত। এটা আমাদের জন্য দারুণ এক টুর্নামেন্ট। আমাদের মতো ছোট দলের জন্য বিশেষ কিছু।’ তবে ভবিষ্যতে বড় টুর্নামেন্টে আরও    দারুণ কিছু করতে চেষ্টা করবে আইসল্যান্ড। এমন ইঙ্গিতই দিয়ে গেলেন সিগার্ডসন। সেমিফাইনালে ফরাসিরা  জার্মানির মুখোমুখি হবে। শুক্রবার ম্যাচটা অনুষ্ঠিত হবে মার্সেইয়ের ভেলোড্রোম স্টেডিয়ামে।

সর্বশেষ খবর