সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে আয়োজিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। এবারও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল ঈদ আনন্দ উৎসব। ১১ ও ১২ জুলাই পল্টন মাঠে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এবার ১২টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ১১ জুলাই সকালে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ১২ জুলাই বিকালে অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৮ হাজার ও রানার আপ দল ৪ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পাবে। প্রত্যেকটি দলকে ২ হাজার টাকা করে দেওয়া হবে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ১ হাজার করে টাকা দেওয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। প্রত্যেক দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও বল দেওয়া হয়েছে। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় খেলার সুযোগ পাবে। গোলরক্ষক ছাড়া দুজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। খেলা হবে ২০মি.+১০ মি.+২০ মি.। গতকাল এক সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়।

সর্বশেষ খবর