সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে থাকা এটা পরিষ্কার। এখন সঙ্গী হিসেবে পেয়েছে শ্রীলঙ্কাকে। দ্বীপরাষ্ট্রটি টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে। ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) প্রধান সুমাথিপালা স্পষ্ট করে জানিয়েছেন, শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে দ্বি-স্তরের বিপক্ষে। আইসিসি সভা থেকে দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, একমাত্র বাংলাদেশ দ্বি-স্তরের বিপক্ষে। এখন শ্রীলঙ্কা পাশে এসে দাঁড়িয়েছে। বিপক্ষে দাঁড়ানোর ব্যাখ্যায় সুমাথিপালার বলেন, ‘টেস্ট  ক্রিকেটে দ্বি-স্তর চালু হলে ভবিষ্যতে শ্রীলঙ্কার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে।’

সর্বশেষ খবর