সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হেড কোচ ছাড়া ‘এইচপি’ ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

মূল কোচ সাইমন হেলমেটের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের পক্ষে ব্যস্ত থাকায় এইচপির ক্যাম্প শুরুর দিন উপস্থিত থাকেননি হেলমেট। তাকে ছাড়াই শুরু হয়েছে জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম। মূল কোচ না থাকলেও স্কোয়াডের ২৫ ক্রিকেটারসহ স্থানীয় কোচ সারওয়ার ইমরান, মিজানুর রহমান বাবুল, ওয়াহিদুল গনি, জাফরুল আহসান ও সোহেল ইসলাম উপস্থিত ছিলেন। কার্যক্রম উদ্বোধন করেন গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম।     

ক্যাম্প শুরু হয় সকাল ১০টায়। এরপর ২৫ ক্রিকেটারকে নিয়ে দুপুর ৩টা পর্যন্ত কাজ করেন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ কোরি বকিং। ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে তিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করান। ক্রিকেটাররা যখন অনুশীলনে ব্যস্ত, তখন মিডিয়ার মুখোমুখিতে নিজের পরিকল্পনা নিয়ে বলেন বকিং, ‘ক্যাম্প হবে সংক্ষিপ্ত সময়ের জন্য এবং সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। অনুশীলনের প্রথম ধাপে থাকছে ফিটনেস। দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করা হবে। এরপর শেষ ধাপে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলবে।’ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বকিং বলেন, ‘ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে কয়েকটি ধাপে কাজ করা হবে। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের ফিটনেস ভালো মনে হয়েছে।

সর্বশেষ খবর