সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানের লর্ডস জয়

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের লর্ডস জয়

পাকিস্তানের কোনো মেধাবী ক্রিকেটার নেই। বেশ ক্ষোভের সঙ্গে কথাটি বলেছিলেন শহীদ আফ্রিদি। আফ্রিদিকে জবাবটা ভালো দিলেন মিসবাহ-উল হক। গতকাল ঐতিহাসিক লর্ডস টেস্টে পাকিস্তান ৭৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে দেয়। ১৯৯৬ সালে শেষবারের মতো লর্ডসে পাকিস্তান টেস্ট জিতেছিল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২১৫ রানে অল আউট হয়ে গেলে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন পড়ে ২৮৩ রান। কিন্তু ইয়াসির শাহ, রাহাত আলী ও মোহাম্মদ আমিরের মারাত্মক বোলিংয়ের মুখে পড়ে ইংল্যান্ড ২০৭ রানে অল আউট হয়ে যায়। ইয়াসির ৬৯ রানে ৪, রাহাত ৩৭ রানে ৩, আমির ৩৯ রানে ২ উইকেট লাভ করেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্রিস্টো সর্বোচ্চ ৪৮, ব্যালেন্স ৪৩, ভিনস উল্লেখ করার মতো ৪২ রান করেন। উল্লেখ্য, প্রথম ইনিংসে পাকিস্তান মিসবাহর সেঞ্চুরিতে ৩৩৯ রান সংগ্রহ করেছিল। ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৭২ রান। এই টেস্ট জয়ে পাকিস্তান আত্মবিশ্বাস ফিরে পেল। ম্যাচ শেষে আমির বলেন, প্রত্যাবর্তনটা আমার ভালোই হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর