শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিপিএলে চার স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিপিএলে চার স্তরের নিরাপত্তা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এমএ আজিজ স্টেডিয়াম এলাকা এবং চট্টগ্রামে আসা দেশি-বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনসহ যাওয়া-আসার এমনকি ব্যক্তিগত ঘোরাফেরা এবং কেনাকাটার সময়ও খেলোয়াড়-কর্মকর্তাদের নিরাপত্তা দেবে পুলিশ।

সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ‘টুর্নামেন্ট চলাকালে চার স্তরের নিরাপত্তা দেওয়া হবে। চট্টগ্রামে আসা ১২টি দল নগরীর ৮টি  হোটেলে অবস্থান করছে। এসব হোটেলের প্রতিটি লবি ও ফ্লোরে অধিকতর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি  খেলোয়াড়রা পুলিশের সরবরাহ করা মাইক্রোবাসে করে মাঠে যাবে। পুলিশ গাড়ির দুই পাশে নিরাপত্তা দিয়ে তাদের মাঠে নিয়ে যাবে।’ জানা যায়, র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাজারের ওপর সদস্য স্টেডিয়াম, খেলোয়াড়দের হোটেল এবং বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে দায়িত্ব পালন করবে। নগর পুলিশের পাশাপাশি র‌্যাব, রেল, শিল্প, জেলা পুলিশ ও এপিবিএনের এবং সিআইডির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবে। খেলা চলাকালীন সময়ে নগর পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার ছয়জন, অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১৫ জন কর্মকর্তা নিরাপত্তায় নেতৃত্ব দেবেন। পুরো বিষয়টি মনিটরিং করবেন নগর পুলিশের দুজন অতিরিক্ত কমিশনার। খেলা চলাকালীন  স্টেডিয়ামের ১৩টি গেট বন্ধ থাকবে। ৬টি গেট দিয়ে ঢুকতে পারবেন দর্শক। দর্শকরা মোবাইল ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। প্রতিটি গেটেই দর্শকদের মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হবে এবং আর্চওয়ে দিয়ে ঢুকতে হবে। ১২ দলে থাকা অর্ধশত বিদেশি ফুটবলারের ব্যাপারে অধিকতর সজাগ থাকবে পুলিশ। পাশাপাশি ফুটবলারদের অনুশীলনসহ যে কোনো জায়গায় আসা-যাওয়ার সময় নিরাপত্তা দেবে পুলিশ। আগামীকাল এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে বিপিএল। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকিট মূল্য ৫০ টাকা। উদ্বোধনী ম্যাচ শেখ জামাল-আরামবাগ এবং পরের ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ উত্তর বারিধারা।

সর্বশেষ খবর