রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দুই ‘প্রথম’ পুরস্কারই সোনাইমুড়ীর

ক্রীড়া প্রতিবেদক

দুই ‘প্রথম’ পুরস্কারই সোনাইমুড়ীর

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঙ্গে কুইজের ড্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা —জয়ীতা রায়

বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে গতকাল অনুষ্ঠিত হয় টি-২০ বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র। দুই পর্বের ‘বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর প্রথম পর্বের প্রথম পুরস্কার জিতেছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মীম। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার জিতেছেন একই উপজেলার সজীব।

কুইজের ড্র অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন ও হাসিবুল হোসেন শান্ত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেভেলপমেন্ট কমিটির সাবেক প্রধান খোন্দকার জামিল। এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, সহকারী সম্পাদক কালাম আজাদ, সেক্রেটারি টু ম্যানেজিং ডিরেক্টর খাবিবুর রহমান কাঞ্চন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড এএসটি বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার হোসাইন শামীম ইফতেখার ও মিডিয়া ম্যানেজার রণবীর সাহা। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের এজিএম মাসুদুর রহমান।

অনুষ্ঠানে নঈম নিজাম বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনের যাত্রালগ্ন থেকেই রয়েল টাইগার আমাদের সঙ্গে রয়েছে। আশা করছি সামনের দিনেও তাদের সঙ্গে পাব। বাংলাদেশে ক্রিকেট এখন অনন্য এক অবস্থানে পৌঁছে গেছে। সামনের দিনগুলোয় আমরা সাবেক ক্রিকেটারদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে চাই। ক্রিকেটের উন্নয়নে আরও ভূমিকা রাখতে চাই। বাংলাদেশ প্রতিদিন চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে।’

ক্রিকেটার সানোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। খুব কম সময়ে তারা শীর্ষে উঠে গেছে। ক্রিকেট কুইজের মতো অনুষ্ঠান করে তারা ক্রিকেটকে সাধারণ মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তুলছে। আর এমন অনুষ্ঠানে যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনকেও ধন্যবাদ।’

সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘ক্রিকেটকে জনপ্রিয় করতে পত্রিকার ভূমিকা অনেক। আর সে কাজটি খুব ভালোভাবেই করে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন।’

খোন্দকার জামিল বলেন, ‘ক্রিকেট এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। আমাদের মুস্তাফিজ সারা বিশ্বে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ক্রিকেট এখন আমাদের গর্বিত করছে। আর এসব কুইজ অনুষ্ঠান ক্রিকেটের উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছে।’ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শুধু ক্রিকেটে নয়, আশা করি আপনারা ফুটবল, হকিসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টেও অবদান রাখবেন।’

গ্লোব সফট ড্রিংকসের হোসাইন শামীম ইফতেখার বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে শুরু থেকেই আছি, ভবিষ্যতেও থাকব। ক্রীড়া ক্ষেত্রেও আমরা অবদান রাখতে চাই। প্রান্তিক পর্যায়ে বাংলাদেশ প্রতিদিন কোনো কাজ করার উদ্যোগ নিলে আমরা তাদের সঙ্গেই থাকব।’

গ্লোবের রণবীর সাহা বলেন, ‘সবচেয়ে বেশি মানুষ পড়ে বাংলাদেশ প্রতিদিন। তাদের সঙ্গে থেকে আমরা বেশি সাড়া পাই। সামনের দিনেও তাদের সঙ্গেই থাকব।’

বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার কুইজ ড্র

পুরস্কার জিতেছেন যারা (প্রথম পর্ব)

প্রথম পুরস্কার : মীম (সোনাইমুড়ী, নোয়াখালী)

দ্বিতীয় পুরস্কার : মোসা. আইরিন বেগম (ঢাকা)

তৃতীয় পুরস্কার : মো. রাবিব হোসেন (জিগাতলা, ঢাকা)

চতুর্থ পুরস্কার : পান্তী (বি.সি.সি রোড, ঢাকা)

পঞ্চম পুরস্কার : সপন (গোপালগঞ্জ)

৬ষ্ঠ পুরস্কার : পেয়ারা বেগম (সোনাইমুড়ী, নোয়াখালী)

৭ম পুরস্কার : মো. শুভ (বনানী)

৮ম পুরস্কার : মো. রিয়াজ মোর্শেদ রানা (বাজিতখিলা, শেরপুর সদর)

৯ম পুরস্কার : মো. নিপু (খিলক্ষেত, ঢাকা)

১০ম পুরস্কার : রানা (উত্তর বাড্ডা, ঢাকা-১২১২)

দ্বিতীয় পর্ব

প্রথম পুরস্কার : সজিব (সোনাইমুড়ী, নোয়াখালী)

দ্বিতীয় পুরস্কার : মুক্তা (যাত্রাবাড়ী, ঢাকা)

তৃতীয় পুরস্কার : মরিম আক্তার (চাটখিল, নোয়াখালী)

চতুর্থ পুরস্কার : : সাবেরা আক্তার (মগবাজার, ঢাকা)

পঞ্চম পুরস্কার : সিহাব (সোনাইমুড়ী নোয়াখালী)

৬ষ্ঠ পুরস্কার : ফরিদা ইয়াছমিন (চাটখিল, নোয়াখালী)

৭ম পুরস্কার : আবদুল্লাহ আল মামুন (কমলাপুর, ঢাকা)

৮ম পুরস্কার : টি. এম. শাহারিয়া (দনিয়া, ঢাকা)

৯ম পুরস্কার : মো. জিহাদ (মিরপুর-১১, ঢাকা)

১০ম পুরস্কার : রাবেয়া (টেকেরহাট, ঢাকা)

সর্বশেষ খবর