রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মুমিনুলের ভাবনায় শুধুই টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুলের ভাবনায় শুধুই টেস্ট

আবার আয়তনে একেবারে ছোটখাটো। উচ্চতা টেনেটুনে বড় জোর ৫ ফুট ৩ ইঞ্চি। দূর থেকে দেখলে মনে হবে অল্প বয়সের কোনো ছেলে। অথচ ব্যাট হাতে দৃঢ়তা পাহাড়সম। মুমিনুল হক; বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল টেস্ট ক্রিকেটার। টেস্ট দলের অপরিহার্য সদস্য বলা যায় নির্দ্বিধায়। টানা ১১ টেস্টে হাফ সেঞ্চুরির বিরল রেকর্ডের মালিক। টেস্টে নিয়মিত খেললেও সংক্ষিপ্ত পরিসরের ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নিয়মিত নন। কিন্তু ১৭ টেস্টে ৫৬ গড়ে ১৪৫৬ রান করার মুমিনুল চাচ্ছেন নিয়মিত ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে খেলতে। রাজি নন গ্রেট ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্রাডম্যানের সঙ্গে তুলনায়। 

৩০ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ডের। হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সিরিজটির ভবিষ্যৎ শঙ্কার চাদরে ঢাকা পড়েছে। তারপরও বিসিবি ও ক্রিকেটাররা আশাবাদী সিরিজ নিয়ে। সিরিজটিকে সামনে রেখেই শুরু হয়ে গেছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্প চলাকালীন গতকাল মিডিয়ার মুখোমুখি হন দেশের সবচেয়ে সফল ক্রিকেটার মুমিনুল হক। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করে ফিরতে চাইছেন ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে। অবশ্য সংক্ষিপ্ত ভার্সানের ক্রিকেটে ফেরার আগে বাঁ হাতি মুমিনুল চাইছেন টেস্টে রান করতে, ‘আমি সব ধরনের ফরম্যাটেই ক্রিকেট খেলতে চাই। তবে এখন আমার সব ভাবনা টেস্ট ক্রিকেটে রান করা। ওয়ানডে ক্রিকেটে ফিরতে আমাকে আগে টেস্টে রান করতে হবে। টেস্ট ক্রিকেটে ভালো করলেই অন্য ফরম্যাটে খেলা সহজ হবে।’ ইংল্যান্ড যদি আসে খেলতে, তাহলে প্রায় এক বছর পর মাঠে নামবেন মুমিনুল। দীর্ঘ সময়ের বিরতি থাকলেও বিসিএল ও জাতীয় ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত করেই রেখেছেন মুমিনুল, ‘অনেকদিন পর খেলতে নামলেও আশা করি সমস্যা হবে না। কারণ আমি বিসিএল ও জাতীয় লিগ খেলে নিজেকে প্রস্তুত করেছি।’

টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বলা হয় স্যার ব্রাডম্যানকে। যার রেকর্ড অবিশ্বাস্য। ৫২ টেস্টে ব্যাটিং গড় ৯৯.৯৬। মাত্র চার  রান করতে পারলে তার ব্যাটিং গড় হতো ১০০! সেই ব্রাডম্যানের মতোই ধারাবাহিক মুমিনুল। ধারাবাহিকতার জন্য তাকে তুলনা করা হয় ব্রাডম্যানের সঙ্গে। কিন্তু মুমিনুল এই তুলনায় যেতে রাজি নন, ‘এই তুলনার জিনিসটা ভালো লাগে না। খারাপ লাগে। আমি এমন কিছু করিনি, যাতে ব্রাডম্যানের সঙ্গে তুলনা করতে হবে।’ যদি ৩০ সেপ্টেম্বর সফরে আসে ইংল্যান্ড, তাহলে মুমিনুল মাঠে নামছেন কোনো সন্দেহ নেই। সিরিজ নিয়ে আশাবাদী বাঁ হাতি ব্যাটসম্যান, ‘নিজের দেশে আমরা খুব ভালো দল। ইংল্যান্ড আসলেও আমি মনে করি পজিটিভ ফল হবে। এখন আমাদের মুস্তাফিজ আছেন। আছেন সাকিব ভাই। আমি মনে করি আমাদের একজন লেগ স্পিনার থাকলে সিরিজে সাফল্য পাব। অবশ্য এটা সত্যি, ওয়ানডের মতো আমরা টেস্টে ততটা শক্তিশালী নই। তবে শক্তিশালী দল আমরা হব এবং এরজন্য হয়তো একটু সময় লাগবে।’ 

সর্বশেষ খবর