শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে পরিদর্শক দল

মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ান ফুটবল দল কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে গেছে। স্টিভ স্মিথরা শুধু টেস্ট সিরিজ খেলা থেকেই বিরত থাকেননি, তাদের যুবদলও আসেনি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ খেলতে। অস্ট্রেলিয়া না আসায় তাই বলে বন্ধ হয়নি যুব বিশ্বকাপ। অসি যুবাদের অনুপস্থিতি সত্ত্বেও যুব বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ। এ ছাড়া সফলভাবে আয়োজন করে টি-২০ এশিয়া কাপও। দুই দুটি বড় টুর্নামেন্টে সামান্যতম গোলযোগ হয়নি। দলগুলোকে মুখোমুখি হতে হয়নি কোনো সমস্যার। এসব অভিজ্ঞতাই আত্মবিশ্বাস জোগাচ্ছে বিসিবিকে। সফররত ইংল্যান্ডের তিন সদস্যের নিরাপত্তা পরিদর্শক দলের মাথায়ও রয়েছে যুব বিশ্বকাপের নিরাপত্তা বিষয়টি। গতকাল দলটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করে। পরিদর্শন শেষে চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা বলেন পরিদর্শক দল।

তিন দিনের সফরের প্রথমদিন মিরপুর স্টেডিয়াম পর্যবেক্ষণ করেন পরিদর্শকরা। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। প্রথমদিনের পরিদর্শন শেষে সন্তুষ্টির কথাই জানিয়েছিলেন। গতকাল চট্টগ্রাম সফরে পরিদর্শকরা দুই স্টেডিয়াম পরিদর্শন ছাড়াও বৈঠক করেন চট্টগ্রাম মেট্রোপলিটনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহফুজ আনাম, বোর্ড পরিচালক ডা. ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন, অপারেশন ম্যানেজার সাব্বির আহমেদ। পরিদর্শন শেষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স পরিচালক জন কার বলেন, ‘আমরা এর আগেও আইসিসির ইভেন্টের জন্য চট্টগ্রামে এসেছি। আর আমরা জানি এখানে কী কী ধরনের সুযোগ-সুবিধা আছে।’

ইংলিশ পরিদর্শক দল বাংলাদেশে আসে ভারত সফর শেষ করে। বাংলাদেশে এসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা বললেও পুরোপুরি মন্তব্য করতে রাজি হননি। ইংল্যান্ডে গিযে রিপোর্ট জমা দেওয়ার পর অফিশিয়ালি জানানো হবে বলেন কার. ‘ভারত সফর শেষে এখানে এসেছি। এখনই আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরিষ্কার করে কিছু বলতে রাজি নই। আমরা ইংল্যান্ডে বোর্ডে রিপোর্ট জমা দেব। তারপর বলা যাবে।’ বিসিবি সিইও সুজন বলেন, ‘আমাদের নিরাপত্তা সংক্রান্ত সব তাদের কাছে উপস্থাপন করেছি। সঙ্গে লজিস্টিক সাপোর্টও রয়েছে। সবচেয়ে বড় কথা ইসিবি আমাদের সুযোগ সুবিধা সম্পর্কে জানে।’ সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ‘পরিদর্শকরা আমাদের নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা দেখে সন্তুষ্ট।’ তাদের সর্বোচ্চ নিরাপত্তাই দিব আমরা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর