শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে বড় জয়

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে টেস্ট সিরিজ ড্র করেছে পাকিস্তান, তাতে ফর্মের তুঙ্গে রয়েছে বলেই মনে হয়। পাকিস্তান যে কতটা ফর্মে রয়েছে, সেটা হাড়ে হাড়ে টের পেল আইসিসি সহযোগী দেশ আয়ারল্যান্ড। আইরিশদের নিয়ে রীতিমতো খেলেছে পাকিস্তান। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড়  রানে হারের লজ্জা দিয়েছে আয়ারল্যান্ডকে। ডাবলিনের দ্য ভিলেইজে বৃষ্টির জন্য ম্যাচ নির্ধারিত হয় ৪৭ ওভারে। পাকিস্তান আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৭ রান করে। শারজিল খান ১৫২ রান করেন। ৩৩৮ রানের টার্গেটে খেলতে নেমে স্বাগতিকরা ইমাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ে ২৩.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যায়। ইমাদ ১৪ রানে নেন ৫ উইকেট। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

সর্বশেষ খবর