শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চার মার্কিন সাঁতারুর কাণ্ড

ক্রীড়া ডেস্ক

ডাকাতির অভিযোগ এনেছিলেন যুক্তরাষ্ট্রের চার সাঁতারু। কিন্তু ঘটনা সত্যি কিনা তা উদঘাটন করতে গিয়ে বের হয়ে এসেছে আসল তথ্য। মিথ্যা ডাকাতির গল্প বানিয়ে ছিলেন ওই চার সাঁতারু। বিমানবন্দরে তাদের আটকও রাখা হয়। এমন ঘটনায় ব্রাজিলের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি। পুলিশ দুই সাঁতারুসহ জিজ্ঞাসাবাদ করেছিল আরেক সাঁতারুকে। তারা স্বীকার করেছেন, কোনো ধরনের ডাকাতির শিকার হননি তারা। এটা সাজানো নাটক। ব্রাজিলের বেসামরিক পুলিশপ্রধান ফার্নান্দো ভেলেসো বলেছেন, চার সাঁতারু কেউ ডাকাতির শিকার হননি। উল্টো নিজেরাই হট্টগোল বাধিয়েছিলেন এক পেট্রল স্টেশনে। সেখানে তারা এক টয়লেট ভাঙচুর করেন। সেই ঘটনার জন্য আক্রান্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তারক্ষীর হস্তক্ষেপে ছাড়া পান। এর আগে দুই মার্কিন সাঁতারু গানার বেন্টজ ও জ্যাক কংগারকে ব্রাজিল ছাড়তে না দিলেও বৃহস্পতিবার তাদের অনুমতি দেয় অলিম্পিকের জন্য বিশেষ কোর্ট।

সর্বশেষ খবর