শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম আবাহনীকেও হারাল রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম আবাহনীকেও হারাল রহমতগঞ্জ

তারকাশূন্য দল। স্বল্প বাজেটে খেলোয়াড় সংগ্রহ করেছে। এর পরও এবার পেশাদার লিগে একের পর এক চমক সৃষ্টি করে চলেছে রহমতগঞ্জ। চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে ঢাকা মোহামেডানের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে তারকা ভরপুর শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে দেয়। এর পর থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠে রহমতগঞ্জ। শেখ রাসেলের হারকে অনেকে অঘটন বলে চিহ্নিত করেছিলেন। বলেছিলেন ফুটবলে ছোট দল মাঝেমধ্যে চমক সৃষ্টি করে। এখন কি তা বলা যাবে। ঢাকা পর্বে আরেক বিগ বাজেটের দল চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে রহমতগঞ্জ। অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তারা এগিয়ে চলেছে। কী নেই চট্টগ্রাম আবাহনীর। সব পজিশনে নির্ভরযোগ্য খেলোয়াড়। রহমতগঞ্জকে যদি গোলের বন্যায় ভাসিয়ে দিত অবাক হওয়ার কিছু থাকত না। কিন্তু গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সেই রূপ কি দেখা গেছে? এতটা অসহায় ছিল যে অনেকে ভুল করে রহমতগঞ্জকে চট্টগ্রাম আবাহনী ভেবে বসলে অবাকের কিছু হতো না। জার্সির রং আলাদা বলে বোঝা গেছে কোনটা রহমতগঞ্জ আর আবাহনী। ফুটবলে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, ফেবারিট দলের বিপক্ষে দুর্বলরা শুরু থেকে রক্ষণাত্মক খেলা খেলে, যাতে গোল বেশি না হয়। এবার রহমতগঞ্জ সত্যিই ব্যতিক্রম। প্রতি ম্যাচে তারা শুরু থেকেই আক্রমণে। কাল দেখা গেল একই দৃশ্য। গোল পেতে প্রথম থেকেই ছিল মরিয়া। ফলও হয়েছে তাতে। মাত্র ৬ মিনিটেই মেহবুব হোসেন নয়নের চমৎকার গোলে এগিয়ে যায়। খেলা তখন প্রায় পুরোটা পড়ে আছে। তাই কেউ কেউ ভেবেছিল আবাহনী যে কোনো মুহূর্তে সমতায় ফিরে আসবে। তা আর হতে দেননি কামাল বাবুর শিষ্যরা। প্রতিপক্ষকে এমনভাবে বোতলবন্দী করে রেখেছিলেন যাতে গোল করার তেমন সুযোগই সৃষ্টি করতে পারেননি মামুনুলরা। বরং ইনজুরি টাইমে সিও গোল করে রহমতগঞ্জের স্মরণীয় জয় নিশ্চিত করে ফেলেন। এ অবস্থায় লিগে কী হয় বলা মুশকিল। কিন্তু রহমতগঞ্জ যেভাবে খেলছে তা ধরে রাখতে পারলে লিগ জেতার অন্যতম দাবিদার হতে পারে। এদিকে, দিনের প্রথম ম্যাচে ফেনী সকার ৪-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।

সর্বশেষ খবর