শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মালদ্বীপের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান কাপের প্রাক-বাছাইপর্ব খেলতে আজ ঢাকায় পা রাখছে ভুটান। পার্বত্য দেশটির ঢাকায় পা রাখার কথা সকাল ৮টায়। দেশটি যখন ঢাকায় পা রাখবে, তখন বাংলাদেশ সুদূর মালদ্বীপে। মালদ্বীপ জাতীয় দলের বিপক্ষে গতকাল রাতে প্রস্তুতি ম্যাচ খেলেছেন নাসিররা রাজধানী মালেতে। বৃষ্টিস্নাত ম্যাচে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। নাসিররা হেরেছেন ৫-০ গোলে। মালদ্বীপের কাছে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় হার। মালদ্বীপের বিপক্ষে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের পর আর জিতেনি।

দুই দলের ১২ মুখোমুখিতে এখন এগিয়ে মালদ্বীপ। বাংলাদেশের তিন জয়ের বিপক্ষে দ্বীপরাষ্ট্রের জয় ৪টি এবং বাকি ৫টি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গতকাল সারাদিনই বৃষ্টি হয়েছে মালেতে। ফলে সকালে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। রাতে খেলার আগে বিকাল ৫টায় হালকা অনুশীলন করেন টম সেইন্টফিটের শিষ্যরা। সেইন্টফিটকে বাফুফে নিয়োগ দিয়েছে ভুটানের বিপক্ষে দুই ম্যাচের জন্য। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। অক্টোবরে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। মালদ্বীপ খেলতে দল গেছে নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলাম ও জামাল ভুইয়াকে ছাড়া। মামুনুল যাননি ব্যক্তিগত কারণে এবং জামাল যাননি দুটি হলুদ কার্ড দেখে। দুই তারকা ফুটবলারকে ছাড়া খেলতে নেমে ছন্নছাড়া হয়ে যায় বাংলাদেশ। রক্ষণভাগের ভুলে পাঁচ গোল খায়। গত বছর কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয়টি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বশেষ জয়। এরপর হেরেই চলেছে।

সর্বশেষ খবর