শিরোনাম
শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোনালদো ছাড়া পর্তুগালের বড় জয়

ক্রীড়া ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে হাঁটুতে আঘাত পান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর আর মাঠে ফেরেননি। তাকে ছাড়াই লা লিগার দুই ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এবার রোনালদোহীন পর্তুগাল জয় পেল প্রীতি ম্যাচে। তাও আবার বড় ব্যবধানে। বৃহস্পতিবার রাতে জিব্রালটারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে রোনালদোর অভাব বুঝতেই দেননি নানি। ভ্যালেন্সিয়ার এই উইঙ্গারের গোলেই ২৭ মিনিটে এগিয়ে যায় পর্তুগিজরা। ৫৫ মিনিটে তিনি দ্বিতীয় গোল খুঁজে পাওয়ার পর ৭০ থেকে ৭৯ মিনিটের মধ্যে আরও তিনবার বল জালে পাঠিয়ে দুর্বল জিব্রালটারের বিপক্ষে গোল উৎসবে মেতে ওঠে ইউরোপ চ্যাম্পিয়নরা। স্কোরশিটে নাম তোলেন জোয়াও, কানমেনো, বের্নান্দো, সিলভা ও পেপে। রোনালদোকে ছাড়াই এই পর্তুগাল দুর্দান্ত; জয়ের পর সেই ইঙ্গিতটা যেন দিলেন নানি।

প্রীতি ম্যাচে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ ছিল অবশ্য স্যান নিকালোতে। স্বাগতিক ইতালির মুখোমুখি হয়েছিল যে ইউরো রানার্সআপ ফ্রান্স। ঘরের মাঠের টুর্নামেন্টে হতাশ হওয়া ফরাসিরাই নিজেদের শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছে ইতালির মাঠে গিয়ে। ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে। ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ে পর্তুগালের বিপক্ষে হারের পর ইতালির ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করল ফ্রান্স। প্রীতি ম্যাচে জিতেছে স্পেনও। বেলজিয়ামকে তাদের মাঠে হারিয়েছে লা রোজারা। ২-০ গোলে হারায় বেলজিয়াম। অন্যদিকে নেদারল্যান্ডস ১-২ গোলে হেরে গেছে গ্রিসের বিপক্ষে।

সর্বশেষ খবর