সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাকিবদের এগিয়ে রাখলেন কপিল

ক্রীড়া ডেস্ক

ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব ও রিচার্ড হ্যাডলির দাপটের কথা কে না জানে। ক্রিকেটে এক সময় মাঠ কাঁপিয়েছেন তারা। কত রেকর্ড যে গড়েছেন তার হিসাব মেলানো মুশকিল। তাতে কি, ভারতের প্রথম বিশ্বকাপ জেতা অধিনায়ক কপিল দেব বললেন, ভুলে যান আমাদের কথা। ক্রিকেটকে কি এমন দিতে পেরেছি? এখনকার অলরাউন্ডাররা যে দক্ষতার পরিচয় দিচ্ছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। প্রসঙ্গক্রমে তিনি সাকিব আল হাসান, রবিচন্দন অশ্বিন ও গ্লেন ম্যাক্সওয়েলের কথা বললেন। ব্যাট, বল কিংবা ফিল্ডিংয়ে ওরা যেভাবে জ্বলে উঠছে সে তুলনায় আমরা কিছুই ছিলাম না। আফসোস লাগে ওদের মতো দর্শকদের মন জয় করতে পারলাম না কেন?

এখনকার অলরাউন্ডারদের পারফরম্যান্সে মুগ্ধ কপিল। বললেন, ইমরান, হ্যাডলি, বোথাম ও আমার উচিত নিজেদের সময় ভুলে গিয়ে বর্তমানের দিকে চোখ মেলে তাকানো। কোনো নির্দিষ্ট অলরাউন্ডারের নাম উল্লেখ না করেই কপিল বলেন, ‘এই তরুণা অনেক বেশি প্রতিভাবান। তারা আমাদের চেয়ে অনেক ভালো করছে। আমাদের উচিত এই প্রজন্মকে সম্মান করা।’ বেঙ্গালুরুতে একটি গলফ টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এ কথাগুলো বলেছেন কপিল দেব। একই সঙ্গে সমালোচনা করেছেন যাকে তাকে অলরাউন্ডার বানিয়ে দেওয়ার।

সর্বশেষ খবর