মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বার্সার পাশে রিয়াল

ক্রীড়া ডেস্ক

বার্সার পাশে রিয়াল

চলতি মৌসুমে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে নেমেছিলেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। নেমেই সফল হলেন তিনি। তার গোলেই এসপানিওলের মাঠে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল পেয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমাও। এ দুই তারকার অসাধারণ ফুটবলে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছর আগে বার্সেলোনার গড়া লা লিগায় টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসাতে এসপানিওলকে হারিয়েছে জিনেদিন জিদানের দল। ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল পেপ গার্ডিওলার বার্সেলোনা। সেই রেকর্ড স্পর্শ করার পথে গত মৌসুমের শেষ ১২ ম্যাচের পর চলতি মৌসুমে প্রথম চার ম্যাচ জিতল জিনেদিন জিদানের দল। অবশ্য আগের রেকর্ডটা রিয়াল মাদ্রিদেরই ছিল। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙেছিল। এবার দেখা যাক, রিয়াল মাদ্রিদ রেকর্ডটা আবার নিজেদের করে নিতে পারে কি না! এসপানিওলের মাঠে অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি অধিনায়ক সার্জিও রামোস। তিন মিনিট পর সহজ সুযোগ হারায় এসপানিওল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিও বাপতিস্তাওয়ের বিনা বাধায় নেওয়া নিচু শট ঠেকিয়ে দেন গোলরক্ষক কিকো কাসিয়া। তবে ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতলেও ভক্তদের জন্য খারাপ খবরও রয়েছে। অসুস্থতার কারণে আগে থেকেই দলের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের দুই তারকা রোনালদো ও বেলে। ম্যাচের ১৯তম মিনিটে ইনজুরির তালিকায় যোগ হয় কাসেমিরোর নামও। পায়ে ব্যথা পেয়ে ম্যাচের বাইরে ছিটকে পড়েন ব্রাজিলের এই মিডফিল্ডার। ৩৯ মিনিটে হেডে বল জালে জড়ান করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে এ গোল বাতিল করে দেন রেফারি। অবশ্য প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে জেমস রদ্রিগেজের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার দুর্দান্ত ভলি এসপানিওলের গোলরক্ষক রুখে দিলেও ৭১ মিনিটে তাকে আর রুখতে পারেননি দিয়েগো লোপেস। রদ্রিগেজ আর বেনজেমার গোলে দারুণ জয় নিয়েই বাড়ি ফিরে জিনেদিন জিদানের শিষ্যরা। এ জয়ের পর রদ্রিগেজ আর বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ জিদান। দুজনের অসাধারণ পারফরম্যান্সের কথা সংবাদ সম্মেলনে বার বার বলছিলেন সাবেক এ ফরাসি তারকা। এদিকে রদ্রিগেজও গুরুকে আদর্শ হিসেবে বেছে নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর