মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ওয়ানডেতে বিবর্ণ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

সবাইকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। অথচ ওয়ানডে ক্রিকেটে বড্ড রুগ্ন দশা চলছে। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে তারা প্রথম বিশ্বকাপ জয় করে। এরপর ১৯৯৯ সালে ওয়াসিম আকরামের নেতৃত্বে রানার্সআপ হয়। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান বরাবরই ছিল ভয়ঙ্করী। সেই দলই কিনা ওয়ানডে সুবিধা করতে পারছে না। টেস্টে ১ নম্বর দল হলেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা ৯ নম্বর অবস্থানে নেমে এসেছে। যা পাক ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কথা হচ্ছে কেন এই বেহাল দশা? এ ব্যাপারে টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক বলেন, এ জন্য ঘরোয়া ক্রিকেট অবকাঠামো দায়ী। আমাদের একটাই ৫০ ওভারের টুর্নামেন্ট। যেটি থাকলেও ক্লাব পর্যায়ে এই ফরম্যাটে খেলা হয় না। পাকিস্তানে তৃণমূল পর্যায়ের সবগুলো টুর্নামেন্ট হয় ২০-২৫ ওভারে। আর এ জন্যই ওয়ানডে ক্রিকেটে ধস নেমে এসেছে। দিনের পর দিন পিছিয়ে পরায় ওয়ানডে কাঠামোকে শক্তিশালী করতে কিছু পদক্ষেপের কথা বলেন মিসবাহ। তনি বলেন, ঘরোয়া টুর্নামেন্টে আমাদের ম্যাচের সংখ্যা বাড়ানো উচিত। টেস্টে আমরা শীর্ষে, কারণ এই ফরম্যাটে আমরা অসংখ্য ম্যাচ খেলি। মিসবাহ বলেন, অন্যদের কথা বাদই দিলাম এখন আমাদের উচিত হবে বাংলাদেশকে অনুসরণ করা। ওয়ানডে ক্রিকেটে দেশটি উন্নতি ঘটিয়েছে ৫০ ওভারে বেশি ম্যাচের আয়োজন করে।

সর্বশেষ খবর