বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এনসিএলের জন্য বাউন্সি উইকেট

ক্রীড়া প্রতিবেদক

কিছুদিন আগেও বাংলাদেশ দল ছিল স্পিন নির্ভর। কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে মাশরাফিদের বোলিং আক্রমণ পেসনির্ভর হয়ে গেছে। পেস আক্রমণকে আরও ক্ষুরধার করতে বোলিং কোচ হিসেবে উইন্ডিজ পেস কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু জাতীয় দল নয়, জাতীয় ক্রিকেট লিগের দলগুলোর বোলিং আক্রমণও যাতে পেসনির্ভর হয় সে কারণে এবার তৈরি করা হচ্ছে বাউন্সি উইকেট। চার ভেন্যুতে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)- বগুড়া, রাজশাহী, সিলেট ও খুলনায়। চার ভেন্যুতেই তৈরি করা হচ্ছে বাউন্সি পিচ। গতকাল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী স্বপন বলেন, ‘পিচ তৈরির কাজ অনেক আগেই শুরু হয়েছে। আশা করছি এবার বাউন্সি উইকেটেই খেলা হবে।’ জাতীয় ক্রিকেট লিগে এবার ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আগে ম্যাচ ছিল ২১ হাজার, এখন ২৫ হাজার করা হয়েছে।’

গতকাল জাতীয় ক্রিকেট লিগের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা হয়েছে। সভা শেষে সাইফুল ইসলাম বলেন, ‘ভেন্যু নিয়ে প্রস্তুতি কথা হয়েছে। আসন্ন মৌসুমের খেলা আগামী ২৫ তারিখে শুরু হবে। চারটি ভেন্যুতে হবে- বগুড়া, রাজশাহী, সিলেট ও খুলনা। এটিই ছিল আজ (গতকাল) আমাদের প্রধান আলোচনার বিষয়। আর ম্যাচ ফির ব্যাপারে কথা হয়েছে।

সর্বশেষ খবর