শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পেশাদার লিগ এবার সিলেটে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় লড়াই এবার শুরু হচ্ছে সিলেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল নামক সেই লড়াইয়ের জন্য সিলেট এখন পুরোদমে প্রস্তুত। বিপিএলের সিলেট পর্বে ছয় দিনে হবে ১২টি ম্যাচ। এই ম্যাচগুলোর জন্য সিলেট জেলা স্টেডিয়ামকে ঘষেমেজে পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। এবার শুধু ক্ষণ গণনা, আরও একবার ফুটবল উন্মাদনায় মেতে ওঠার। বিপিএলের সিলেট পর্বের শুরুতেই রয়েছে বিশেষ কনসার্ট। আজ অনুষ্ঠিত হবে সেই কনসার্ট। কনসার্টে দেশের প্রখ্যাত সংগীত তারকা মমতাজ আর আইয়ুব বাচ্চুর সুরের দোলায় দুলবে সিলেট। সঙ্গে সময়ের জনপ্রিয় সুরের পাখি লিজা এবং হাসির ঝড়ে পেটে ব্যথা ধরিয়ে দেওয়া আবু হেনা রনিও থাকছেন। বিপিএলের সিলেট পর্বকে জমকালো করতেই এই কনসার্টের আয়োজন করেছে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। এদিকে আগামী ২৫ সেপ্টেম্বর ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সিলেট পর্ব। বিকাল সাড়ে ৪টায় ওই ম্যাচের পরে সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে আরেকটি ম্যাচ। মধ্যখানে ২৮ সেপ্টেম্বর বিরতি দিয়ে ১ অক্টোবর পর্যন্ত সিলেটে প্রতিদিন একই সময়ে ম্যাচ হবে দুটি করে। এসব ম্যাচের জন্য এখন প্রস্তুত সিলেট জেলা স্টেডিয়াম।

সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের প্রচেষ্টায় স্টেডিয়ামকে ঝকঝকে করে রাখা হয়েছে। বৃষ্টিতে কর্দমাক্ত মাঠকে খেলার উপযোগী রাখতে কঠোর পরিশ্রম করেছেন গ্রাউন্ডম্যানরা। এছাড়া স্টেডিয়ামের খেলোয়াড়দের ড্রেসিংরুম, প্রেসবক্স, ভিআইপি বক্স ও গ্যালারিকেও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে। এদিকে বিপিএলকে ঘিরে সিলেটে গত ১৯ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। মাইকিং, ব্যানার-ফেস্টুন এবং স্থানীয় ক্যাবল সিস্টেমে বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রচারণা চলছে। তবে আরও আগ থেকে প্রচারণা চালানো হলে ভালো হতো বলে সংশ্লিষ্টদের মন্তব্য। বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিপিএলের জন্য সিলেট এখন সম্পূর্ণ প্রস্তুত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর