শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিন সপ্তাহ মাঠের বাইরে মেসি

ক্রীড়া ডেস্ক

তিন সপ্তাহ মাঠের বাইরে মেসি

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ। লিওনেল মেসির দুরন্ত ফর্মই আশা করেছিল ভক্তরা। মেসিও তাই করে যাচ্ছিলেন। কিন্তু ইনজুরি তাকে ঠেলে দিল মাঠের বাইরে। মেসি মাঠ ছাড়ার পর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ন্যু ক্যাম্পেই পয়েন্ট হারাল বার্সেলোনা। তবে পয়েন্ট হারানোর চেয়েও বড় দুঃসংবাদ হলো, আর্জেন্টাইন জাদুকর অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। উরুসন্ধিতে ব্যথা পেয়েছেন তিনি। মেসিকে ছাড়াই এবার পথ চলতে হবে বার্সেলোনা এবং আর্জেন্টিনাকে। বিশ্বকাপ বাছাই পর্বে অক্টোবরেই পেরু এবং প্যারাগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। আর বার্সেলোনা মেসি ফিরে আসার আগে লা লিগায় স্পোর্টিং গিজন এবং সেল্টা ভিগোর মুখোমুখি হবে। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের মুখোমুখি হবে কাতালানরা। সবমিলিয়ে বেশ কয়েকটা ম্যাচেই মেসিকে দেখতে পারছেন না ভক্তরা। অবশ্য মেসির ইনজুরির জন্য অনেকেই কোচ লুইস এনরিককে দায়ী করছেন। আর্জেন্টাইন জাদুকরকে নাকি পুরোপুরি সুস্থ হয়ে উঠার সুযোগ দেননি তিনি। তবে মেসির ইনজুরিতে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন লুইস এনরিকেই। তিনি বলেন, ‘মেসিকে না পাওয়াটা ফুটবলের জন্যই ক্ষতিকর। মেসিকে দলে পেলে আমরা অনেক শক্তিশালী থাকি। তবে এখন মেসি না থাকলেও আমরা সফলতা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’ লিওনেল মেসি চলতি মৌসুমে ভালোই শুরু করেছিলেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছেন। লা লিগায়ও গোল করে চলেছেন। তার দুরন্ত ফর্মই বার্সেলোনাকে আরও একবার বিজয়ী হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। দেখা যাক, এবার মেসিকে ছাড়া সুয়ারেজ-নেইমাররা কেমন করেন!

সর্বশেষ খবর