মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন আইনে সাব্বিরের প্রথম জরিমানা

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ খেলছেন। অথচ আচরণবিধি ভঙ্গ করেননি, এমন ক্রিকেটার পাওয়া খুব কষ্টকর। তবে প্রথম ক্রিকেটার হিসেবে ‘ডিমেরিট পয়েন্ট’ পেয়েছেন সাব্বির রহমান রুম্মন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের দেওয়া লেগ বিফোরের সিদ্ধান্ত নিয়ে সীমা লঙ্ঘন করেছিলেন সাব্বির। আম্পায়ার ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেন এবং তারই প্রেক্ষিতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জরিমানা করেন সাব্বিরকে। এতে করে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে সাব্বিরকে। তবে জরিমানার মূল আকর্ষণ ‘ডিমেরিট পয়েন্ট’।

‘ডিমেরিট পয়েন্ট’ বিষয়টি আইসিসির আচরণবিধিতে নতুন সংযোজন। এই নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি অখেলোয়াড়োচিত আচরণ করেন, তাহলে তার নামের পাশে এই পয়েন্ট লেখা হবে। যা তার পরবর্তী খেলোগুলোর উপর প্রভাব ফেলবে। নিয়ম অনুযায়ী আগামী দুই বছরে যদি ৪টি ডিমেরিট পয়েন্ট সংযোজন হয় নামের পাশে, তাহলে নিয়ম অনুযায়ী ৪টি ডিমেরিট পয়েন্ট মানে দুটি সাসপেনসন পয়েন্ট। তাতে এক বা দুটি টেস্ট কিংবা ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ হবেন ক্রিকেটার। এর মধ্যে যেটি আগে হবে, সেটিতেই কার্যকর হবে নিষেধাজ্ঞা। এই ‘ডিমেরিট পয়েন্ট’ নিয়মটি চলতি মাসে কার্যকর হয়েছে। 

সর্বশেষ খবর