মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঐতিহাসিক টেস্টে ভারতের জয়

ক্রীড়া ডেস্ক

ঐতিহাসিক টেস্টে ভারতের জয়

ভারতের ৫০০তম ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে কোহলির নেতৃত্বে মাঠ ছাড়ছে ভারত —ইন্টারনেট

কানপুরের টেস্টটি ছিল ভারতের ৫০০ নম্বর। ঐতিহাসিক টেস্টের প্রতিপক্ষ নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও লড়াই করেছে শেষদিন পর্যন্ত। কিন্তু কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, রস টেলরদের লড়াই কোনো কাজে আসেনি। প্রতিরোধ গড়তে পারেননি রবীচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের ক্ষুরধার স্পিনের বিপক্ষে। দুই স্পিনারের ম্যাজিক বোলিংয়ে ১৯৭ রানের জয় তুলে ভারত ঐতিহাসিক টেস্টটিকে সোনায় মুড়িয়ে নেয়। ঐতিহাসিক টেস্টে রেকর্ডও গড়েন বিস্ময়কর অফ স্পিনার অশ্বিন। ভারতের পক্ষে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান রবীচন্দন অশ্বিন। ভারতের প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৬২।

৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির ভারত। সফরকারী নিউজিল্যান্ডকে টার্গেট দেয় ৪৩৪ রানের। কানুপরের ঘূর্ণি উইকেটে যা ডিঙানো খুবই কঠিন। পর্বতসমান টার্গেট পেরুতে উইলিয়ামসন বাহিনী চতুর্থদিন শেষ করে ৪ উইকেটে ৯৩ রান তুলে। তখনই খেলায় হেরে যায় সফরকারীরা। মিরাক্যাল কিছু হলেই সম্ভব ছিল ম্যাচ জেতা বা বাঁচানো সম্ভব। গতকাল খেলতে নেমে লুক রঞ্চি ও মিচেল স্যান্টনার পঞ্চম উইকেটে ১০২ রান যোগ করে আশা জাগিয়ে তুলেন। কিন্তু মোহাম্মদ শামী প্রতিরোধ ভেঙে দেন সফরকারীদের। শামির পর আঘাত হানেন অশ্বিন। সোধিকে আউট করে ১৯তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন  অশ্বিন। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন ১৩২ রানের খরচে। ক্যারিয়ারের পঞ্চমবারের মতো ১০ উইকেট নেন অশ্বিন। ৩৭ টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা ২০৩। ম্যাচ সেরা হন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। শুক্রবার কলকাতায় সিরিজের দ্বিতীয় টেস্ট।

সর্বশেষ খবর